ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন

author img

By

Published : Jun 24, 2021, 8:42 PM IST

রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও সেই সংক্রান্ত তথ্য জানতে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন । মোট 24 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এদিন সকালে দমদম বিমানবন্দরে পৌঁছান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ৷

national-human-rights-commission-start-their-investigation-on-post-poll-violence-in-west-bengal
ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন

হাড়োয়া, 24 জুন : ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার হাড়োয়ায় গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা । এদিন বিকেল চারটে নাগাদ কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল হাড়োয়া থানায় পৌঁছান । সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে প্রথমে বৈঠক করেন তাঁরা । পরে, সন্দেশখালি থানায় গিয়ে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তাদের সঙ্গে ।

সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা নিয়ে কত অভিযোগ জমা পড়েছে ? সেই অভিযোগের ভিত্তিতে, এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? এখনও কেউ ঘরছাড়া রয়েছেন কি না ? হাড়োয়া ও সন্দেশখালি থানার আধিকারিকদের কাছে এই সব প্রশ্নের উত্তর জানতে চান মানবাধিকার কমিশনের সদস্যরা ৷ পাশাপাশি কেউ ঘরছাড়া থাকলে, তাঁদের ঘরে ফেরাতে কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কি না ? তাও জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও সেই সংক্রান্ত তথ্য জানতে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন । মোট 24 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । যার মধ্যে আটজনের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তৈরি করবে । বাকি 16 জন দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বাকি জেলায় পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবেন ৷ এদিন সকালে দমদম বিমানবন্দরে পৌঁছান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা । সেখান থেকে তাঁরা সোজা চলে যান সেক্টর ফাইভে সিআরপিএফ বেস ক্যাম্পে ।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টকে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

সেখান থেকে বিকেলে কমিশনের তিন সদস্য যান হাড়োয়া ও সন্দেশখালি থানায় । সেখানে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা । আগামীকালও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভাগ হয়ে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে । এর পর সংগৃহীত তথ্য লিপিবদ্ধ আকারে তুলে দেওয়া হবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে । সেখান থেকে রিপোর্ট তৈরি করে তা কলকাতা হাইকোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.