ETV Bharat / state

Gaighata Body Recovered: গাইঘাটায় ব্যক্তির রহস্যমৃত্যু, ফুলের বাগান থেকে উদ্ধার দেহ

author img

By

Published : Oct 30, 2022, 1:32 PM IST

man-body-recovers-at-garden-in-gaighata-north-24-pargana
man-body-recovers-at-garden-in-gaighata-north-24-pargana

গাইঘাটায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ৷ এ দিন সকালে ফুলের বাগানে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায় (Man Body Recovers at Garden in Gaighata) ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

গাইঘাটা, 30 অক্টোবর: ফুলের বাগান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ রবিবার সকালে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শিমুলপুর হাজরাতলা এলাকার একটি ফুলের বাগান থেকে দেহটি উদ্ধার করে পুলিশ (Man Body Recovers at Garden in Gaighata) ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পঙ্কজ শিকারি, বয়স 42 বছর ৷ পঙ্কজের মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ এই ঘটনায় মৃতের পরিবারের তরফে খুনে দাবি করা হলেও, কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুর একাধিকবার পঙ্কজকে বাড়ি থেকে ডাকতে গিয়েছিল তিন-চারজন ৷ পরিবারের তরফে তাঁকে বেরতে নিষেধ করা হলেও, সেই কথায় কর্ণপাত করেননি পঙ্কজ ৷ এর পর পরিবারের সদস্যরা জানতে পারেন পঙ্কজ স্থানীয় বাবলু বিশ্বাস ও মনোজ বিশ্বাসের বাড়িতে মদ্যপান করছিলেন ৷ এমনকী সারা রাত পঙ্কজ বাড়ি ফেরেনি বলে পরিবারের তরফে পুলিশকে জানানো হয় ৷ এর পর সকালে স্থানীয়রা দেখেন একটি ফুলের বাগানে পঙ্কজ শিকারির দেহ পরে রয়েছে (Gaighata Body Recovered) ৷ স্থানীয়রাই পরিবারকে খবর দেয় ৷ তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ পরিবারের অভিযোগ পঙ্কজকে মদের আসরেই খুন করা হয়েছে ৷

গাইঘাটায় ব্যক্তির রহস্যমৃত্যু

আরও পড়ুন: দু'দিন ধরে নিখোঁজ, পুকুর থেকে মিলল বৃদ্ধের দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবলু ও মনোজদের বাড়িতে যে মদের আসর বসেছিল, তার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবলু ও মনোজদের বাড়ি থেকে পঙ্কজকে টেনে হিঁচড়ে জবা বাগানে নিয়ে যাওয়া হয়েছে ৷ পঙ্কজের পরনের জামা বাবলু ও মনোজদের ঘর থেকে উদ্ধার হয়েছে ৷ বাড়ির পিছনের বাগানে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে ৷ তবে, খুুন না অন্যকোনও কারণে পঙ্কজের মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.