ETV Bharat / state

Body Recovered: দু'দিন ধরে নিখোঁজ, পুকুর থেকে মিলল বৃদ্ধের দেহ

author img

By

Published : Oct 22, 2022, 7:22 PM IST

নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় বাড়ি লাগোয়া পুকুর থেকে মিলল বৃদ্ধের দেহ (Body Recovered from Pond) ৷ মৃতের নাম নৃপেন ঘোষ ৷ বয়স 61 বছর ৷

Body of missing old man Recovered from Pond in Malda
Body of missing old man Recovered from Pond in Malda

মালদা, 22 অক্টোবর: তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ ৷ এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির নীচপাড়ায় ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷ এই ঘটনায় যথাযথ পুলিশি তদন্ত দাবি করেছেন মৃত বৃদ্ধের পরিবারের সদস্যরা ৷ যদিও এলাকাবাসীর অনুমান, নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের (Body of missing old man Recovered from Pond) ৷

মৃতের নাম নৃপেন ঘোষ ৷ বয়স 61 বছর ৷ বরাবরই তিনি সারদা কলোনির নীচপাড়ার বাসিন্দা ৷ পেশায় মিষ্টি বিক্রেতা ৷ বাড়িতে মিষ্টি তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করে তা বিক্রি করেন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ শেষ পর্যন্ত আজ বাড়ির পিছনের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়রা মালদা থানায় খবর দিলে দেহটি উদ্ধার করে পুলিশ (Body Recovered from Pond) ৷

নৃপেনের পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছেন এক মেয়ে ও তিন ছেলে ৷ মেয়ে রিংকি ঘোষ বলেন, "গত বৃহস্পতিবার থেকে বাবার কোনও খোঁজ পাচ্ছিলাম না ৷ তাঁর নামে মালদা থানায় মিসিং ডায়ারিও করা হয়েছিল ৷ কিন্তু পুলিশও তাঁর সন্ধান পায়নি ৷ আজ সকালে শুনতে পাই, বাড়ির পিছনের পুকুরে বাবার দেহ উপুর হয়ে ভাসছে ৷ সঙ্গে সঙ্গে আমরা ওই পুকুরপাড়ে ছুটে যাই ৷ দেখি, দেহটি বাবারই ৷ কীভাবে এই ঘটনা ঘটল জানি না ৷ এ নিয়ে আমরা যথাযথ পুলিশি তদন্ত দাবি করছি ৷"

তিনদিনের মাথায় বাড়ি লাগোয়া পুকুর থেকে মিলল বৃদ্ধের দেহ

তবে প্রতিবেশিদের অনুমান, নেশার ঘোরে পুকুরে পড়ে গিয়েই প্রাণ গিয়েছে নৃপেনের ৷ এমনই এক প্রতিবেশি বিষ্ণু ঘোষ বলেন, "নৃপেনের মদ্যপানের নেশা ছিল ৷ বৃহস্পতিবারও তিনি মদ্যপান করেছিলেন ৷ নেশা চড়লে বাড়ির লোকজনের সঙ্গে তাঁর ঝামেলা হয় ৷ তারপর তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে যান ৷ সম্ভবত আরও মদ্যপান করেছিলেন তিনি ৷ পুকুরপাড়ের সরু রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় তিনি হয়তো নেশাগ্রস্থ অবস্থায় পা পিছলে পুকুরে পড়ে যান ৷ জলে ডুবে তাঁর মৃত্যু হয় ৷ কারণ, নেশাগ্রস্থ মানুষ পুকুরে পড়ে গেলে উঠে আসতে পারবেন না ৷ আজ সকালে এক প্রতিবেশি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন ৷"

আরও পড়ুন: চরিত্র নিয়ে প্রশ্ন ! বিধবার চুল কেটে দেওয়ার অভিযোগ চাঁচলে

মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.