ETV Bharat / state

Madan Mitra: অর্জুনের পর মদন ! অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন

author img

By

Published : May 27, 2023, 10:58 PM IST

শুক্রবার ঝাড়গ্রামের গড়শালবনিতে আক্রান্ত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat
মদন মিত্র

মদন মিত্রের বক্তব্য

বারাসত, 27 মে: অর্জুন সিংয়ের পর মদন মিত্র । অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক । ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের মতো শাসকদলের এই বিধায়কও মনে করেন,অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় কোথাও না কোথাও পুলিশের গাফিলতি রয়েছে । তবে,এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে মদন মিত্রের গলায় শোনা গিয়েছে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরও। তিনি বলেন,"ভবিষ্যতে যেন কেউ অভিষেকের কনভয়ে হামলার চেষ্টা না করে । তার জেরে কেউ ঝাড়খণ্ড কিংবা বিহার চলে যাক, সেটা আমরা চাই না ৷"

শুক্রবার রাতে ঝাড়গ্রামের গড়শালবনিতে কুড়মি বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কনভয়ে পাথর, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ভেঙে দেওয়া হয় কনভয়ে থাকা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ৷ অভিষেকের কনভয়ে এই হামলার ঘটনা নিয়ে এদিন মুখ খুলেছেন তৃণমূলের যোগ দেওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন ৷ তাঁর অভিযোগ, ঘটনার সময় পুলিশের ভূমিকা ছিল ঠুঁটো জগন্নাথের মতো ৷ এবার বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন মদন মিত্রও ৷

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত

শনিবার বিকেলে বারাসতের রবীন্দ্রভবনে প্রয়াত তৃণমূল নেতা কৃষ্ণগোপাল বন্দোপাধ্যায়ের স্মরণসভায় যোগ দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ-সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি-ও । এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন বলেন, "পুলিশের মধ্যে কোথাও কোথাও সমন্বয়ের অভাব ছিল । পুলিশের গাফিলতির থেকেও বড় প্রশ্ন, সরকারী ক্ষমতায় যারা থাকে কথায় কথায় তাদের বিরুদ্ধে সরকারি সন্ত্রাসের অভিযোগ করা হয় । বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রায়ই বলে থাকে বোমা, গুলি মজুত করে সরকারি সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল । তবে, অভিষেকের কনভয়ে হামলার ঘটনার পর এটা প্রমানিত, আসলে সেই সমস্ত বোমা,বারুদ লুকিয়ে রেখেছিল বিরোধীরাই । পুলিশ সেগুলিই উদ্ধার করছে বিভিন্ন জায়গা থেকে ৷"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলার সময় পুলিশের ভূমিকা ছিল ঠুঁটো জগন্নাথের মতো, ফের সরব অর্জুন

রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে মদন এদিন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আইন-শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করছেন ! তারপরও এই ধরণের ঘটনা কেন ঘটছে তা পুলিশই ভালো করে বলতে পারবে ৷ টাকা, অতিরিক্ত ভলেন্টিয়ার, বন্দুক-গুলি, জায়গা সবকিছু দিয়েই রাজ্যের তরফে পুলিশকে সাহায্য করা হচ্ছে ৷ অন‍্যদিকে, পুলিশের বিরুদ্ধে অর্জুন সিংয়ের ক্ষোভ প্রসঙ্গে মদন মিত্র বলেন,"অর্জুনের জায়গা অনেক উঁচুতে । ও নিজে একজন সাংসদ । ওর পরিবারও দীর্ঘ সময় ধরে রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল । তাই, ওর অভিযোগ নিয়ে মন্তব্য করার যোগ্যতা নেই আমার । আমি সামান্য একজন বিধায়ক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.