ETV Bharat / state

Abhishek Convoy Attack Incident: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত

author img

By

Published : May 27, 2023, 3:46 PM IST

Updated : May 27, 2023, 4:08 PM IST

শুক্রবার রাতে ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটে ৷ ঘটনায় অভিযোগের তির কুড়মি বিক্ষোভকারীদের দিকে ৷

ETV Bharat
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4

ঝাড়গ্রাম, 27 মে: নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার রাতের ওই ঘটনায় এখনও পর্যন্ত কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ নামক সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ মোট 15 জনের নামে এফআইআর দায়ের করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ।

ধৃতদের শনিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের মধ্যেই তিন জনের বাড়ি শালবনি এলাকায় । ধৃতরা হলেন অনিত মাহাতো, মোহিত মাহাতো, অজিত মাহাতো ও অনুপ মাহাতো ৷ অনিত মাহাতো, মোহিত মাহাতো পেশায় গাড়ি চালক ৷ অজিত মাহাতোর চায়ের দোকান রয়েছে ৷ ধৃত অনুপ মাহাতো আদিবাসী নেগাচারি কুড়মি সমাজ নামক সংগঠনের রাজ্য সভাপতি ৷

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইপিসি-এর 147, 148, 149, 186, 353, 332-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ৷ এরমধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা ৷ শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করছিল পুলিশ । ধৃতদের আইনজীবী দেবনাথ চৌধুরী জানিয়েছেন, ঘটনায় 15 জনের বিরুদ্ধে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃত 4 জনের 4 দিনের জন্য হেফাজত চেয়েছিল পুলিশ ৷ বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি কুড়মি নেতার

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে এই জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রথমে বেলপাহাড়িতে রোড শো করেন তিনি । সেখান থেকে জামবনি ব্লকের পড়িহাটিতে আরেকটি রোড শো করেন তিনি । এরপর বিনপুর হয়ে ঝাড়গ্রাম শহরের যান অভিষেক । সেখানে রোড শো শেষ করে রাত 8টা নাগাদ 5 নম্বর রাজ্য সড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় কুড়মি বিক্ষোভকারীরা ৷

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলা! বাম-কংগ্রেসকে কটাক্ষ কুণালের

অভিযোগ, অভিষেকের গাড়ি পার হয়ে যাওয়ার পরেই তাঁর কনভয়ের সঙ্গে থাকা অন্য গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে কুড়মি বিক্ষোভকারীরা ৷ বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয় ৷ পাথরের আঘাতে ভেঙে যায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ৷ ঘটনায় আহত হন মন্ত্রীর গাড়ির চালক । পাথর মারা হয় সংবাদমাধ্যমের গাড়িতেও । ঘটনায় আহত হয়েছেন বেশকয়েক জন তৃণমূল কর্মী এবং পথ চলতি সাধারণ মানুষও ৷ শুক্রবার রাতের ওই ঘটনার পরেই অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয় ৷ ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । ঘটনার রিপোর্টও তলব করে নবান্ন ।

Last Updated : May 27, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.