ETV Bharat / state

Panchayat Election 2023: অভিষেকের নির্দেশের পরও বিক্ষুব্ধদের মনোনয়ন জমা, উত্তর 24 পরগনায় অস্বস্তিতে তৃণমূল

author img

By

Published : Jun 13, 2023, 8:43 PM IST

Updated : Jun 13, 2023, 9:33 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও গোষ্ঠীকোন্দল মিটল কই ? প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার আগেই একাধিক আসনে মনোনয়ন জমা দিল তৃণমূলের বিক্ষুব্ধরা । বিড়ম্বনা বাড়ল শাসকদলের ।

Trinamool Congress
Trinamool Congress

অভিষেকের নির্দেশের পরও বিক্ষুব্ধদের মনোনয়ন জমা

বারাসত, 13 জুন: তৃণমূলের প্রার্থীতালিকা এখনও ঘোষিত হয়নি । অথচ, তার আগেই উত্তর 24 পরগনার একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন দাখিল করে ফেলল বিক্ষুব্ধরা । যা ঘিরে ভোটের মুখে অস্বস্তি আরও বেড়েছে শাসক শিবিরের । ইতিমধ্যে বিষয়টি নজরে এসেছে জেলা নেতৃত্বের ।

তৃণমূল সূত্রে খবর, দলের অনুমতি না নিয়ে কে কোন আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রয়োজনে তাঁদের তালিকা তৈরি করে দল থেকে বহিষ্কার করা হবে । গত দু'দিনে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন মিলিয়ে প্রায় 200-র কাছাকাছি মনোনয়ন দাখিল করে ফেলেছে বিক্ষুব্ধ তৃণমূলীরা । তবে, জেলা পরিষদ আসনে এখনও অবধি কোনও মনোনয়নপত্র বিক্ষুব্ধদের তরফে জমা পড়েনি বলেই খবর তৃণমূল সূত্রে । এই ঘটনায় শাসকদলের গোষ্ঠী কোন্দল বেআব্রু হয়ে পড়েছে । আর হাতে গরম ইস্যু পেয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ।

জেলা পরিষদ হোক কিংবা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি । প্রতিটিতেই একচ্ছত্র আধিপত্য শাসক দলের । 2018 সালের পঞ্চায়েত ভোটে দাপটের সঙ্গেই এই জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল । পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের অধিকাংশ আসনও যায় শাসক দলের দখলে । অর্থাৎ তৃণমূলের ধারেকাছে নেই বিরোধী শিবির । অভিযোগ, ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানভাবে বেড়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল । জেলার প্রায় প্রতিটি ব্লকেই কমবেশি রয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব । কোথাও ক্ষমতা দখল । আবার কোথাও টাকা পয়সার ভাগবাটোয়ারা । এর জেরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে দুই গোষ্ঠীর মধ্যে । যা অজানা নয় শাসক শিবিরের জেলা নেতাদের ।

আরও পড়ুন: মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত ভাঙড়, মুড়ি-মুড়কির মতো ফাটল বোমা

এবারের ভোটেও গোষ্ঠী কোন্দল মাথা ব্যথার কারণ হতে পারে, এমনটাই মত শাসক দলের অন্দরে । বিশেষ করে দলের প্রার্থীপদ বণ্টনকে ঘিরে কোন্দল বাড়তে পারে বলে মনে করছে তৃণমূলের নেতৃত্ব । আগেই জেলা নেতাদের এই নিয়ে একগুচ্ছ বার্তা দিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে দলীয় কোন্দল মিটিয়ে সবপক্ষকে একসঙ্গে ভোটে ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দিয়েছেন তিনি ।

অভিযোগ, কোথায় সে সব ? দলীয় কোন্দল মেটা তো দূরের কথা ! উলটে প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির (133 ও 45) 178টি আসনে মনোনয়ন জমা করে দিয়েছেন বিক্ষুব্ধরা । এর মধ্যে বেশি রয়েছে গ্রাম পঞ্চায়েতের আসনই । যা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের ।

এদিকে, বিক্ষুব্ধরা মনোনয়ন জমা দিলেও তাতে যে দল মোটেই বিচলিত নয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতা অরুণ ভৌমিক । তিনি বলেন, "মনোনয়ন জমা দেওয়া । আর দলীয় প্রতীকে লড়াই করার মধ্যে পার্থক্য রয়েছে । তাই যারাই মনোনয়ন দাখিল করে থাকুক । তাঁদের কিন্তু দলের প্রতীক দেওয়া হবে না । উচ্চ নেতৃত্বের ঘোষিত প্রার্থীরাই একমাত্র দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । সেটাই হবে আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা । তবে, এটাও বলব দলের বিরুদ্ধে যে-ই দাঁড়াক না কেন, তাঁকে কিন্তু শাস্তির মুখে পড়তে হবে । এর আগেও আমরা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে দেখে এসেছি । দল কাউকেই রেয়াত করবে না ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির । এই নিয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ চৌধুরী বলেন, "তৃণমূল দলে কোনও নিয়ম শৃঙ্খলা নেই । কেউ কারও কথা গুরুত্ব দেয় না । এই দলে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যেকোনও নিয়ন্ত্রণ নেই, তা এতেই স্পষ্ট । তৃণমূল দলটা গোষ্ঠী কোন্দলেই একদিন শেষ হয়ে যাবে। এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে 7 স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, নির্দেশ হাইকোর্টের

Last Updated :Jun 13, 2023, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.