ETV Bharat / state

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে 7 স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jun 13, 2023, 5:44 PM IST

Updated : Jun 13, 2023, 8:14 PM IST

পঞ্চায়েত নির্বাচনে 7টি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷

Panchayat Election 2023
Panchayat Election 2023

পঞ্চায়েত নির্বাচনে 7 স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ

কলকাতা, 13 জুন: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে হস্তক্ষেপ না করলেও ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দানের সময় মঙ্গলবার আদালত জানিয়েছে যে, স্পর্শকাতর 7টি জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে ৷ যে সমস্ত জেলায় ঝামেলার ঘটনা ঘটতে পারে বলে মনে করা হবে, সেই সমস্ত জায়গায় কমিশনের রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখা উচিত বলে জানিয়েছে হাইকোর্ট । আদালত জানিয়েছে, প্রয়োজন মতো বাহিনী চেয়ে নেবে কমিশন ৷

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রায়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, নির্বাচন কমিশন যে 7টি জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ কোথায় কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করে সেইমতো নির্বাচন কমিশন বাহিনী চেয়ে নেবে বলে জানিয়েছে আদালত ৷

স্পর্শকাতর 7টি জেলা ছাড়াও অন্য কোনও জেলায় প্রয়োজন মনে হলে, সে ক্ষেত্রেও নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়ে নিতে পারে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আদালত আরও বলেছে যে, রাজ্য সরকার যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাইবে, সেই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের ৷ আর কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না, কেন্দ্রকেই সেই খরচ বহন করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট ৷ বিচারপতি এ দিন জানিয়েছেন, ভোটের নিরাপত্তার কাজে সিভিক ভলানটিয়ারদের নিয়োগ করা যাবে ৷

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন গত 8 জুন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি ও কংগ্রেস । পরে বাম শিবিরের আইনজীবী ও সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চও এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় । তাদের মূল দাবি ছিল, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে সময় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় ।

পাশাপাশি বিগত নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা না করা হলে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলেও দাবি করেছিলেন মামলাকারীরা । এরইমধ্যে মনোনয়ন পেশ করা নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে তীব্র অশান্তি ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ মারধর, বোমাবাজি, রক্তপাত এমনকী মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে আদালত আজ পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ৷ আদালত এ দিন বলেছে, পৌরনির্বাচনে রাজ্যে যে হিংসার ঘটনা ঘটেছিল, তা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে ৷

Last Updated : Jun 13, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.