ETV Bharat / state

Sandeshkhali Businessman Mudered: নিখোঁজ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ মিলল সন্দেশখালিতে, তদন্তে পুলিশ

author img

By

Published : Jan 3, 2023, 9:02 PM IST

Updated : Jan 3, 2023, 9:26 PM IST

ETV Bharat
মৃত স্বর্ণ ব্যবসায়ী তপন মণ্ডল

সন্দেশখালির ধূসনেখালি গ্রাম থেকে মঙ্গলবার উদ্ধার হয়েছে তপন মণ্ডল (50) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ (Businessman Mudered) ৷ রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ৷

বসিরহাট, 3 জানুয়ারি: আর পাঁচটা দিনের মতো রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়েছিলেন । ঘরে ফিরে দুপুরে খাওয়ার কথা থাকলেও ফেরেননি তিনি । সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগও করা যায়নি । অথচ পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন দোকানেও নেই ওই স্বর্ণ ব্যবসায়ী । মঙ্গলবার বাড়়ি থেকে দু’কিলোমিটারের মধ্যেই একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল ওই ব্যবসায়ীর দেহ । ঘটনাটি ঘটেছে বসিরহাটের সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের ধূসনেখালি গ্রামে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন মণ্ডল (50) । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা (Sandeshkhali businessman murder case) ৷

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, তপন মণ্ডল নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর ধূসনেখালি বাজারে একটি সোনার দোকান রয়েছে । রবিবার সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন । বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান পাননি । সোমবার সকালে সন্দেশখালি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন । তারই মধ্যে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পড়িহার মোড়ের খোলা মাঠে ওই ব‍্যবসায়ীর দেহ পড়ে থাকতে দেখা যায় (dead body of a businessman found in Sandeshkhali)।

আরও পড়ুন: বিরোধী দলনেতা আক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই বিজেপি বিধায়ক-সহ 30

গ্রামের লোকজন তা দেখতে পেয়ে খবর দেয় মৃতের পরিবারকে । এরপর পরিবারের লোকজন এসে ওই স্বর্ণ ব্যবসায়ীর নিথর দেহটি শনাক্ত করেন । পরে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায় পুলিশ । প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই ব‍্যবসায়ীর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । গলাতেও ছিল গভীর ক্ষতচিহ্ন । ফলে তাঁকে পরিকল্পনা করে খুন করে দেহ ফাঁকা মাঠে ফেলে দেওয়া হয়েছে এমনই মনে করা হচ্ছে (Sandeshkhali Businessman Mudered) ।

এই বিষয়ে মৃত তপন মণ্ডলের ছেলে লাল্টু মণ্ডল বলেন, "বাবার কোনও শত্রু ছিল কি না, তা আমাদের জানা নেই । নিখোঁজ হওয়ার পর বাবার মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা হয়েছে । কিন্তু, প্রতিবারই মোবাইল সুইচ অফ বলেছে । কী কারণে নৃশংসভাবে তাঁকে খুন করা হল, তা খতিয়ে দেখুক পুলিশ-প্রশাসন। আমরা চাই, যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক তাদের যেতে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়"। একই সুর শোনা গিয়েছে নিহতের দাদা সনৎ মণ্ডলের গলাতেও । তাঁর কথায়, "ভাইয়ের সোনার দোকান রয়েছে । ওর কোথায়ও শত্রু রয়েছে কি না, তা বলতে পারব না । কারোও সঙ্গে ঝামেলার কথাও কোনওদিন শুনিনি । ফলে,আমরাও বুঝতে পারছি না, কেন ওকে খুন করা হল ৷" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated :Jan 3, 2023, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.