ETV Bharat / state

BJP Agitation: বিরোধী দলনেতা আক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই বিজেপি বিধায়ক-সহ 30

author img

By

Published : Jan 3, 2023, 7:47 PM IST

Updated : Jan 3, 2023, 8:24 PM IST

Etv Bharat
শিলিগুড়িতে গ্রেফতার বিধায়ক সহ 30 জন বিজেপি কর্মী

শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা আক্রান্তের ঘটনায় বিক্ষোভে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মী-সমর্থকরা(BJP Agitation)৷ ঘটনায় গ্রেফতার 2 বিজেপি বিধায়ক-সহ 30 ৷

দলের বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বক্তব্য

শিলিগুড়ি, 3 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের হাতে শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা আক্রান্তের ঘটনায় বিজেপির বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার শহরে। বিক্ষোভের মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা ৷ এই ঘটনায় গ্রেফতার মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির আনন্দময় বর্মন ও ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু-সহ অন্তত 30 জন বিজেপি কর্মী(2 MLA and 30 BJP Workers Arrested for Clash With Police in Siliguri)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ।

সোমবার রাতে বালি পাথরের সিন্ডিকেট সংক্রান্ত ঝামেলায় তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হন শিলিগুড়ি পৌরনিগমের 9 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অমিত জৈন । এরপর ওই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে হাসমি চক থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপির কর্মী-সমর্থকরা । হাসমি চক থেকে মিছিল করে শহরের রাজপথ পরিক্রমা করে ফের হাসমি চকেই তা শেষ হয় । এরপর পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও উদাসীনতার অভিযোগ তুলে মূল রাস্তা বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী-সমর্থকরা (BJP Agitation in Siliguri)।

এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভ সরাতে গেলে প্রথমে বচসা ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ ও উইনার্স-সহ বিশাল পুলিশবাহিনী । শুরু হয় ধস্তাধস্তি । দুই বিধায়ক ও মহিলা কার্যকর্তা-সহ 30 জন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করে পুলিশ । পরে বিধায়ক-সহ অন্যান্যদের ছাড়াতে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাকি বিজেপি কর্মী-সমর্থকরা ।

এই ঘটনায় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "পুলিশ শাসকদলের দলদাসে পরিণত হয়েছে । বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন, অথচ যারা দোষী তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না পুলিশ । কারণ অপরাধীরা শাসকদলের । শহরে ক্রমে অপরাধ বেড়েই চলেছে কিন্তু পুলিশের কোনও হেলদোল নেই ।"

আরও পড়ুন : সিন্ডিকেটের ঝামেলায় আক্রান্ত শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা

Last Updated :Jan 3, 2023, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.