ETV Bharat / state

BJP Leader Attacked in Siliguri: সিন্ডিকেটের ঝামেলায় আক্রান্ত শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা

author img

By

Published : Jan 3, 2023, 7:10 PM IST

Updated : Jan 3, 2023, 7:17 PM IST

Attack on Siliguri Municipality Opposition Leader Amit Jain ETV BHARAT
আক্রান্ত শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন

শিলিগুড়িতে সিন্ডিকেটের সমস্যা মেটাতে গিয়ে আক্রান্ত হলেন পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন (Attack on Siliguri Municipality Opposition Leader Amit Jain) ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ৷

আক্রান্ত শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন

শিলিগুড়ি, 3 জানুয়ারি: এবার রাজনৈতিক উত্তেজনার শিকার খোদ শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন ৷ অভিযোগ উঠেছে বালি পাথরের সিন্ডিকেট নিয়ে হওয়া ঝামেলার সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলনেতা ৷ বর্তমানে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এই ঘটনার পরেই রাজনৈতিকমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ পাশাপাশি, প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়েও ৷ ঘটনায় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে ৷

মঙ্গলবার সকালে আক্রান্ত বিরোধী দলনেতার সঙ্গে হাসপাতালে দেখা করতে যান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন এবং প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার ৷ যদিও, বিজেপি-র তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল ৷ জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 9 নম্বর ওয়ার্ডে একটি বালি পাথরের সিন্ডিকেট নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। বিষয়টি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর তথা বিরোধী দলনেতা অমিত জৈন ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর প্রদীপ গোয়েলের নেতৃত্বে অমিত জৈন-সহ অন্যান্যদের উপর আক্রমণ করা হয় ৷

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ ৷ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা অমিত জৈনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করেন ৷ মঙ্গলবার সকালে তার শারিরীক পরিস্থিতির খোঁজখবর নিতে যান শঙ্কর মালাকার ও আনন্দময় বর্মন ৷

অমিত জৈন বলেন, ‘‘রাতে আমার ওয়ার্ড থেকে এক ব্যক্তি ফোন করে জানান, বালি পাথর নিয়ে কিছু সমস্যার কারণে বেশ কয়েকজন তাঁর বাড়ি ঘেরাও করেছে ৷ তা শুনেই ঘটনাস্থলে যাই আমি ৷ সেইসময় তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও, আমাকে মারধর করা হয় ৷ শাসক দল অর্থাৎ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ওই কাজ করেছে ৷ ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ গোয়েলের নেতৃত্বে ওই কাজ হয়েছে ৷’’

আরও পড়ুন: ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি

আনন্দময় বর্মন বলেন, ‘‘বিরোধীদের দমন করার জন্য এই কাজ করছে শাসকদল ৷ এই ঘটনা খুবই নিন্দনীয় ৷ দোষীদের যাতে শাস্তি হয় দলগতভাবে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে ৷’’ অন্যদিকে, শঙ্কর মালাকার বলেন, ‘‘এর আগে শিলিগুড়ির রাজনীতিতে কখনও এই কাজ হয়নি ৷ এখন বিরোধীদের আক্রমণ করা হচ্ছে, যা কখনই মেনে নেওয়া যায় না ৷’’

অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ গোয়েল ৷ তিনি বলেন, ‘‘এই সম্পর্কে আমার কিছু জানা নেই ৷ এলাকায় কোনও উন্নয়ন করেননি বলে তিনি এই ধরনের নাটক করে বিভ্রান্ত করছেন সবাইকে ৷’’ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘বিজেপির মধ্যেই অনুশাসনের অভাব রয়েছে ৷ নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে ৷’’

Last Updated :Jan 3, 2023, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.