ETV Bharat / state

Isolation Ward In Barasat: বারাসত হাসপাতালে চালু হল কোভিড আইসোলেশন ওয়ার্ড

author img

By

Published : Jan 14, 2022, 9:21 PM IST

Isolation Ward In Barasat
বারাসত হাসপাতালে চালু হল কোভিড আইসোলেশন ওয়ার্ড

বারাসত জেলা হাসপাতালে (Isolation Ward In Barasat) করোনা আক্রান্ত রোগীদের জন্য 50 শয্যার কোভিড আইসোলেশন ওয়ার্ড চালু করা হল। অক্সিজেন থেকে শুরু করে উন্নত চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে সেখানে।

বারাসত, 14 জানুয়ারি: করোনা আক্রান্ত রোগীদের জন্য এবার বারাসত জেলা হাসপাতালে (Isolation Ward In Barasat) চালু হল 50 শয্যার কোভিড আইসোলেশন ওয়ার্ড। যেখানে অক্সিজেন থেকে শুরু করে উন্নত চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত রয়েছে। যেভাবে উত্তর 24 পরগণা জেলায় সংক্রমণের হার প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য ভবনের। তাই,সংক্রমণ রুখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেইসঙ্গে সংক্রামিত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতেও পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। রাজ্যের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। সংক্রমণের গ্রাফ রীতিমতো ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। সূত্রের খবর, রাজ্যের যে দুটি জেলা স্বাস্থ্য ভবনকে ভাবাচ্ছে তারমধ্যে রয়েছে কলকাতা লাগোয়া উত্তর এবং দক্ষিণ 24 পরগণা জেলাও। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে কলকাতার পরেই রয়েছে এই দুই জেলা। যে সমস্ত এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি সেই সমস্ত এলাকায় ইতিমধ্যে পৌরসভাভিত্তিক কড়া বিধিনিষেধ কার্যকরী হয়েছে। সেইসঙ্গে হাসপাতালগুলিতেও গড়ে তোলা হচ্ছে চিকিৎসার যাবতীয় পরিকাঠামো। যাতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনও সমস্যা তৈরি না হয়।

বারাসত হাসপাতালে চালু হল কোভিড আইসোলেশন ওয়ার্ড

আরও পড়ুন: বুস্টার ডোজ প্রদানের প্রথম দিন বারাসত হাসপাতালে অনিয়মের চিত্র

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে ব্যারাকপুর বিএন বসু হাসপাতাল, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, হাবরা হাসপাতালে সংক্রামিত রোগীদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বাকি হাসপাতালগুলিতেও জোরকদমে চলছে পরিকাঠামো গড়ে তোলার কাজ। এসবের মধ্যেই এবার বারাসত সদর হাসপাতালে চালু হল 50 শয্যার কোভিড আইসোলেশন ওয়ার্ড। এই বিষয়ে হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল বলেন, "আপাতত 50 শয্যার কোভিড আইসোলেশন ওয়ার্ড চালু হলেও পরবর্তীতে তা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে আমাদের। তার জন্য পরিকাঠামোও তৈরি রয়েছে হাসপাতালে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের টাকায় ইতিমধ্যে আমরা চিকিৎসার যাবতীয় সরঞ্জামের বন্দোবস্ত রেখেছি সেখানে। যাতে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় কোনও সমস্যা তৈরি না হয়। হাসপাতালের অক্সিজেন প্লান্টের কাজও শেষ পর্যায়ে। সেখানে থেকে পাইপ লাইনের মাধ্যমে রোগীর ওয়ার্ডে সরাসরি পৌঁছে যাবে অক্সিজেন। ফলে,অক্সিজেনের চাহিদাও মেটানো সম্ভব হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.