ETV Bharat / state

দেশদ্রোহী মমতা, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলে কিছু বলেন না : দিলীপ

author img

By

Published : Dec 26, 2019, 10:47 AM IST

Dilip ghosh
দিলীপ ঘোষ

মমতাকে দেশদ্রোহী বললেন দিলীপ ঘোষ । প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষ্যে কামারহাটিতে এসেছিলেন তিনি । সেখানেই বক্তব্য রাখার সময় মমতাকে আক্রমণ করেন দিলীপ ।

কামারহাটি, 26 ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষ্যে কামারহাটি এসেছিলেন দিলীপ ঘোষ । দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন । এরপর বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহী বলে আক্রমণ করেন তিনি । বলেন, "মমতা দেশদ্রোহী । সংবিধান মানেন না । সুপ্রিম কোর্ট মানেন না ।"

কামারহাটির বক্তৃতা মঞ্চ থেকে মমতার সমালোচনা করে দিলীপ বলেন, "সবার খারাপ গুণ তৃণমূলের মধ্যে আছে । পশ্চিমবঙ্গে যত সমাজবিরোধী, খুনি, লুটেরা, তারা মিলে একটা পার্টি করেছে । সেটা হল TMC, টোটাল মুসলিম কংগ্রেস । এরা দেশটাকে আবার ভাগ করতে যাচ্ছে । মমতা দেশদ্রোহী । সংবিধান মানেন না । সুপ্রিম কোর্ট মানেন না । সংসদ মানেন না । তাঁর আইনও আমরা মানি না । আমরা বুড়ো আঙুল দেখাই ।"

মমতাকে আক্রমণ দিলীপের । ভিডিয়োয় শুনুন বক্তব্য...

CAA ও NRC নিয়ে পশ্চিমবঙ্গে চলতে থাকা প্রতিবাদ-বিক্ষোভে মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, " আপনারা শুনেছেন বাংলাদেশে হিন্দুদের উপর বছরের পর বছর অত্যাচার করা হচ্ছে । মমতা ব্যানার্জি কখনও পার্লামেন্টে সেকথা তুলেছেন ? বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে । বন্ধ করা হোক । কখনও কলকাতার রাস্তায় নেমেছেন ? কখনও অনশন করেছেন ? রাজীব কুমারকে CBI ধরতে গেলে অনশন করেন । কারণ তিনি আপনার টাকা বাঁচিয়েছেন, আপনার ভাইদের বাঁচিয়েছেন । বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে । ওপাশের আপা আর এপাশের দিদি কখনও বলেননি যে হিন্দুদের সুরক্ষা দিন ।"

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল । তার পালটা দিতে নাগরিকত্ব আইনের সমর্থনে রাস্তায় নেমেছে BJP । তবে, বেশিরভাগ জায়গায় BJP-র মিছিলকে আটকে দিয়েছে পুলিশ । সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "যে দিদির পুলিশ তিনদিন ধরে লুঙ্গি ডান্স দেখল, একটাও গুলি, লাঠি চালাতে পারেনি । কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেই পুলিশ আমাদের মিটিং করতে বাধা দেয় । শিলিগুড়িতেও আমাদের মিটিংয়ের অনুমতি দেয়নি । কিন্তু আমরা ওদের বুকের উপর দিয়ে 50 হাজার লোক নিয়ে মিছিল করেছি । এই সরকার যদি লাইনে না আসে তাহলে কীভাবে লাইনে আনতে হয় তা জানি । যদি আমাদের আইন দেখায় সেই আইনের উপর দিয়ে আমরা হেঁটে যাব ।"

Intro:কামারহাটিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর সভা..
Body:ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই এর 95 তম জন্মদিন পালন হল কামারহাটিতে। এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় কামারহাটি বিজেপি মন্ডলের পক্ষ থেকে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানের শুরুতে অটল বিহারী বাজপাই এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এরপর দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেন কম্বল। এরপর তার বক্তৃতায় দীলিপবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশদ্রোহী বলে তিরস্কার করেন, এছাড়াও বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম পরিবর্তন করে তৃণমূল মুসলিম কংগ্রেস নাম দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এভাবেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের উপরে তার ক্ষোভ উগরে দিলেন দিলীপবাবু।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.