Contai Municipality: চেয়ারম্য়ানকে অকথ্য ভাষায় আক্রমণ ! ভাইরাল অডিয়োয় কাঠগড়ায় সিআইসি

author img

By

Published : Sep 23, 2022, 7:32 PM IST

Viral Audio Recording of Contai Municipality CIC Rina Das sparks Controversy

অকথ্য ভাষায় কাঁথি পৌরসভার চেয়ারম্য়ান সুবলকুমার মান্নাকে আক্রমণ ৷ ভাইরাল অডিয়ো রেকর্ডিংয়ে (Viral Audio Recording) নাম জড়াল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি পৌরসভার (Contai Municipality) সিআইসি (CIC) রিনা দাসের (Rina Das) ৷

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: আবারও বিতর্কে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি পৌরসভার (Contai Municipality) সিআইসি (CIC) রিনা দাস (Rina Das) ৷ ভাইরাল হওয়া একটি অডিয়ো রেকর্ডিংয়ে (Viral Audio Recording) এক মহিলাকে অশ্রাব্য ভাষায় কথা বলতে শোনা গিয়েছে ৷ কাঁথি পৌরসভার চেয়ারম্য়ান সুবলকুমার মান্নার বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করতে শোনা গিয়েছে ওই মহিলাকে ৷ সূত্রের দাবি, ওই কণ্ঠস্বর রিনার ৷ যদিও ইটিভি ভারত এই দাবির সত্যতা যাচাই করেনি ৷ প্রসঙ্গত, এর আগে ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রিনাকে ৷

সূত্রের খবর, ভাইরাল হওয়া অডিয়ো রেকর্ডিংটি আদতে একটি ফোনালাপের অংশ ৷ সেখানে সংশ্লিষ্ট মহিলা কণ্ঠস্বর সুবল মান্নার বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ তুলেছেন ৷ কিন্তু, সুবল মান্নাকে অভিযুক্ত করতে গিয়ে মহিলা যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা অশালীন এবং অশ্রাব্য ৷ এমনকী, ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তিটিকে ওই মহিলাকে শান্ত হতে বলতেও শোনা গিয়েছে ৷

আরও পড়ুন: ভাইরাল ভিডিয়ো কাণ্ডে শ্রীকান্তকে ধমক মুখ্যমন্ত্রীর, বিধায়কের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা ও সমালোচনা শুরু হয়েছে ৷ রাজ্য়ের শাসকদলের নেতা, নেত্রীদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী বিজেপি ৷ দলের কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র এই প্রসঙ্গে বলেন, "পৌর নির্বাচনে চুরি করে জেতা তৃণমূলের স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে ৷ যাঁরা চুরি করে ভোটে জিতেছিলেন, তাঁরাই এখন নিজেদের মধ্য়ে ভাগ বাঁটোয়ারা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ৷ কাঁথির মানুষ সব বুঝে গিয়েছেন ৷ কাঁথিতে উন্নয়ন কোথায় হচ্ছে ?"

চেয়ারম্য়ানকে অকথ্য ভাষায় আক্রমণ

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি তরুণকুমার মাইতি বলেন, "এমন কুৎসিত মন্তব্য দল সমর্থন করে না ৷ যদি কোনও অসন্তোষ থেকে থাকে, তা দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলা সম্ভব ৷ ব্যক্তিগত কুৎসা কোনও দিন দল সমর্থন করে না ৷" এমনকী, আগামী দিনে দল রিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তরুণ ৷

আর যাঁকে উদ্দেশ্য করে এত কদর্য আক্রমণ সেই সুবলকুমার মান্নার বক্তব্য হল, "তিনি (রিনা দাস) তাঁর মনের ইচ্ছা পূরণ করছেন ৷ এর উত্তর আমার কাছে নেই ৷ আমি এই বক্তব্যটি শুনিওনি ৷ এই অডিয়া ক্লিপটি সম্পর্কে আমাকে অনেকে বলেছেন ৷" এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য কাঁথি পৌরসভার সিআইসি রিনা দাসকে ফোন করা হলেও সাড়া মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.