Srikanta Mahata: ভাইরাল ভিডিয়ো কাণ্ডে শ্রীকান্তকে ধমক মুখ্যমন্ত্রীর, বিধায়কের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

author img

By

Published : Aug 31, 2022, 7:59 PM IST

Mamata Banerjee slams Srikanta Mahata on Viral Video Issue

ভাইরাল ভিডিয়ো (Viral Video) কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কাছ থেকে ধমক খেলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাত (Srikanta Mahata) ৷ সংশ্লিষ্ট বিধায়কের কাছে মন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ মমতার ৷

কলকাতা, 31 অগস্ট: ভাইরাল ভিডিয়ো (Viral Video) কাণ্ডের জেরে এবার স্বয়ং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধমক খেতে হল রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতকে (Srikanta Mahata) ৷ সূত্রের দাবি, বুধবার মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) তাঁকে কড়া ভাষায় সতর্ক করেছেন ৷ একজন মন্ত্রী হয়েও কীভাবে প্রকাশ্যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন তিনি, সেই প্রশ্ন তুলেছেন মমতা ৷ একইসঙ্গে, যে বিধায়কের নামে শ্রীকান্ত দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তাঁর কাছে তাঁকে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক (State Cabinet Meeting) ৷ সেই বৈঠকে শ্রীকান্ত মাহাতরও আসার কথা ছিল ৷ তৃণমূল সূত্রে আগেই জল্পনা ছিল যে শ্রীকান্তকে ভাইরাল ভিডিয়ো নিয়ে কোনও কথা বলতে পারেন মমতা ৷ এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও যথেষ্ট আগ্রহ ছিল ৷ বস্তুত, এদিন সকাল থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয় ৷ অনেকের আশংকা ছিল, ভাইরাল ভিডিয়ো কাণ্ডের জেরে দফতর হারাতে পারেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ এমনকী, চারদিকে এমনটাও চাউর হয়ে যায় যে ইতিমধ্যেই নাকি তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ! যদিও শ্রীকান্ত মাহাত নিজে জানিয়েছিলেন, কলকাতায় আসার সময় নিজে থেকেই একজন নিরাপত্তা আধিকারিককে সঙ্গে নিয়ে আসেন তিনি ৷ সেইসঙ্গে শ্রীকান্ত জানিয়ে দেন, বুধবারের বৈঠকেও তিনি হাজির থাকছেন ৷

আরও পড়ুন: শ্রীকান্ত মাহাতর প্রতিবাদ বিচ্ছিন্ন ঘটনা নয়, বার্তা সুজনের

এদিকে, রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে জানা যায়, এদিনের এই কর্মসূচিতে শ্রীকান্ত মাহাতর ভাইরাল হওয়া ভিডিয়োর বক্তব্য নিয়ে সকলের সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাঁকে তিরস্কারও করেছেন মমতা ৷ সাফ জানিয়ে দিয়েছেন, শ্রীকান্তর কোনও রাগ, অভিমান, ক্ষোভ বা বক্তব্য থাকলে, দলের অন্দরেই তা জানাতে পারতেন তিনি ৷ কিন্তু, সেটা না-করে প্রকাশ্যে এমন মন্তব্য কেন করলেন, যার জেরে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে ৷ মুখ্যমন্ত্রী মনে করেন, শ্রীকান্ত যে আচরণ করেছে, তা অন্য়ায় ৷

সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে 'বকুনি' খেলেও এদিন মুখে রা কাড়েননি শ্রীকান্ত মাহাত ৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়ক জুন মালিয়ার কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ মমতার কথায়, "এমনভাবে ক্ষমা চাইবে, যাতে জুন আমাকে ফোন করে বলে যে তুমি ক্ষমা চেয়েছ !" প্রসঙ্গত, গত রবিবার তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই মন্ত্রীর একটি বক্তব্য ভাইরাল হয় ৷ তাতে দলেরই তারকা বিধায়ক এবং এক নেত্রীকে কাঠগড়ায় তোলেন শ্রীকান্ত ৷ দাবি, করেন রাজনীতির নামে তাঁরা আসলে দুর্নীতি করছেন ৷ এ নিয়ে তরজা শুরু হয় রাজ্য রাজনীতিতে ৷ আর এবার সেই ঘটনার জেরেই মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হল শ্রীকান্ত মাহাতকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.