ETV Bharat / state

TMC Leader And Worker Join BJP: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ অঞ্চল সভাপতি-সহ 30 কর্মীর

author img

By

Published : Jul 10, 2022, 10:58 PM IST

Updated : Jul 11, 2022, 6:08 AM IST

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলে ভাঙন(TMC Leader And Worker Join BJP) ৷ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি-সহ 30 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ।

TMC Leader And Worker Join BJP news
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

মেদিনীপুর, 10 জুলাই: 21 শে জুলাই শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ ধর্মতলার জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাঁর জনসভার আগে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙ্গন দেখা গেল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (TMC Leader And Worker Join BJP)। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর সারা রাজ্যে যেখানে বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে । ঠিক তার ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ।

রবিবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি-সহ 30 জন বিজেপিতে যোগদান করেছেন । নবাগতের হাতে এদিন বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা মোহন লাল শী । যোগদান করেই শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি । পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃনমূলও । গত বিধানসভা নির্বাচনে পটাশপুর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিলেন উত্তম বারিক ৷

জানা গিয়েছে, রবিবার পটাশপুর 1 নম্বর ব্লকের বকুলতলাতে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মোহনলাল শী-সহ বিজেপি নেতৃত্বরা ৷ সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি অমলেন্দু বেরা -সহ প্রায় 30 জন । নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্বরা । সামনেই 21 শে জুলাই, তারপরে পঞ্চায়েত নির্বাচন রয়েছে । তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা ৷

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা প্রাক্তন অঞ্চল সভাপতি অমলেন্দু বেরা বলেন , "আমি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে ছিলাম । আজকে কেন আমি তৃণমূল ছেড়েছি সেটা তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করলে ভালো হয়। এর উত্তর তৃণমূল নেতারা দেবে ।"
যোগদান প্রসঙ্গে পটাশপুরে বিধায়ক উত্তম বারিককে ফোন করা হলে তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে থেকে ওই ব্যক্তি বিজেপি করতেন । আর উনি এখন বিজেপির ঝান্ডা ধরে বলছেন উনি নাকি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন ! বিধানসভা নির্বাচনের পর যদি উনি তৃণমূলের মিটিং মিছিলের ছবি দেখতে পারেন , তখন বলবেন । এগুলো করে বিজেপি শিরোনামে আসতে চাইছে ।"

আরও পড়ুন: শিনজোর খুনে অগ্নিবীরের ছায়া দেখছে তৃণমূল, বিতর্ক রাজ্য রাজনীতিতে
পটাশপুর 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আব্দুল আহাদ আলী বলেন, "30টি পরিবার নয় । 30টি নামের তালিকা চাইলেও বিজেপি দিতে পারবে না । প্রাক্তন অঞ্চল সভাপতি কেন তৃণমূল কংগ্রেস ছাড়লেন তিনিই ভালো করে বলতে পারবেন । হয়ত তৃণমূল কংগ্রেস থেকেই চাওয়া-পাওয়া টা বেড়েই চলেছে । সেটা না পাওয়ায় হয়ত দল ছাড়লেন । দলের কোনও ক্ষতি হবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আগামী দিনে পঞ্চায়েত ভোট হবে ।"
তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "এই তো সবে শুরু হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে । তৃণমূলে থেকে অস্বস্তি হচ্ছিল । শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করেও বিজেপিতে যোগদান করলেন ৷ আগামিদিনে শুধু অঞ্চল সভাপতি নয়, দাপুটে তৃণমূল নেতারাও যোগদান করবেন । এখন থেকে যোগাযোগ শুরু করে দিয়েছেন ।"

Last Updated :Jul 11, 2022, 6:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.