Left wins Co-operative Election: তৃণমূলকে খাতা খুলতে না দিয়েই পূর্ব মেদিনীপুরের সমবায় সমিতিতে জয় বামেদের

author img

By

Published : Jan 8, 2023, 10:30 PM IST

Updated : Jan 8, 2023, 11:08 PM IST

ETV Bharat

পূর্ব মেদিনীপুর জেলার কলাবেরিয়া সবাই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনে তৃণমূল প্রার্থীদের হারিয়ে জয় পেয়েছেন বাম প্রার্থীরা ৷ 9টি আসন দখল করে এই সমবায় সমিতি ফের নিজেদের পকেটে পুরলো বামেরা (Left wins Co operative Election in Bhagabanpur Purba Medinipur) ৷

পূর্ব মেদিনীপুরের সমবায় সমিতি নির্বাচনে বড় জয় বামেদের, দেখুন ভিডিয়ো

ভগবানপুর, 8 জানুয়ারি: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অন্তর্গত কলাবেরিয়া সবাই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবকটি আসনে জায় পেল বামফ্রন্ট ৷ এখানকার 9টি আসনেই জয় পেয়েছেন বাম প্রার্থীরা ৷ খাতা খুলতেই পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে, এই জেলায় বিজেপির শক্ত ঘাঁটি বলে ভগবানপুর পরিচিত হলেও, পদ্ম শিবির এই নির্বাচনে কোনও প্রার্থী দেয়নি (Left wins Co operative Election in Bhagabanpur Purba Medinipur)৷

রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে, পূর্ব মেদিনীপুরের মতো জেলায় একার জোরে সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয় ও সবকটি আসন দখল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ 9 আসন বিশিষ্ট এই কলাবেরিয়া সবাই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বামেদের 9 প্রার্থী ছাড়াও তৃণমূলের 9 জন প্রার্থী ছিলেন ৷ ছিলেন 1 জন নির্দল প্রার্থীও ৷

উল্লেখ্য, এখানকার 9টি আসনের মধ্যে মহিলা সংরক্ষিত আসন ছিল 2টি ৷ অসংরক্ষিত আসন ছিল 6টি ও তফসিলি জাতির জন্য 1চি আসন সংরক্ষিত ছিল ৷ রবিবার সব কয়টি আসনেই বিপুলভাবে জয় লাভ করেছেন বাম প্রার্থীরা । পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় পূর্ব মেদিনীপুর জেলায় আবার নতুন করে বামফ্রন্টকে উজ্জীবিত করল বলে মনে করছে ওয়াকিবাল মহল । এর আগেও এই সমবায় সমিতি বামেদের দখলেই ছিল (Left wins Co-operative Election) ৷

আরও পড়ুন: সমবায় নির্বাচনকে পঞ্চায়েতের সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি

এদিন এই জয়ের পর খুশিতে স্লোগান দিয়ে মিছিল বের করে আবির খেলেন ও বাজি ফাটান বাম কর্মী-সমর্থকরা । সিপিএমের বিজয়ী প্রার্থী আশীষ কুমার মান্না বলেন,"গতবারের ভোটেও আমরা এই সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করেছিলাম । আবারও আমরা তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছি । এই জয় মানুষের জয়, গণতান্ত্রিকভাবে আমরা জয়লাভ করেছি । আমরা ধন্যবাদ জানাই আমাদের কর্মী-সমর্থকদের ।" সম্প্রতি রাজ্যের কয়েকটি সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে জয় পেয়েছেন বাম প্রার্থীরা ৷ সিপিএম শীর্ষ নেতৃত্ব বিজেপির সঙ্গে জোট বাঁধতে নিষেধ করলেও নিচু তলার বহু বাম কর্মীই তা মানেননি ৷ তবে এক্ষেত্রে নিজেদের জোরেই জয় পেলেন বাম প্রার্থীরা ৷

Last Updated :Jan 8, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.