Co-operative Election: সমবায় নির্বাচনকে পঞ্চায়েতের সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি

author img

By

Published : Jan 8, 2023, 8:59 PM IST

Co-operative Election
হিজল নতুনগ্রাম সমবায় সমিতির নির্বাচন ()

আজ ছিল মুর্শিদাবাদের কান্দি ব্লকের অন্তর্গত হিজল নতুনগ্রাম সমবায় সমিতির নির্বাচন (Co-operative Election) ৷ এদিনের এই নির্বাচন সুষ্টুভাবেই হয়েছে বললেন স্থানীয়রা ৷ মোট 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন 84 জন প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত সমবায় ভোটের লড়াইয়ে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

পঞ্চায়েত ভোটের আগে সেমিফাইনাল হিসাবে ভাবা হচ্ছে সমবায় ভোটকে

মুর্শিদাবাদ, 8 জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত হিজল নতুনগ্রাম সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হল (Cooperative Election Done in Kandi)। পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত সমবায় ভোটের লড়াইয়ে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রবিবার হিজল হাইস্কুলে এই সমবায় সমিতির নির্বাচন ছিল ৷ মোট 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন 84 জন প্রার্থী। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী।

সমস্ত দল অর্থাৎ, তৃণমূল কংগ্রেস (TMC), সিপিএম (CPM), কংগ্রেস (Congress) ও নির্দল থেকে থেকেই প্রার্থী দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সাগর রানা-সহ পুলিশ আধিকারিকরা। মোট ভোটার সংখ্যা 5 হাজার 640 জন। কংগ্রেস প্রার্থী দিয়েছেন 23টি আসনে, তৃণমূল 28টি, বাকি 33টি আসনে নির্দলরা প্রার্থী দিয়েছিলেন ৷ কান্দি ব্লকের তৃণমূল সভাপতি বাকবুল হোসেন বলেন, "সুন্দরভাবেই ভোট হয়েছে। যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাঁরা প্রত্যেকেই সুন্দরভাবে বিপুল ভোটে জয়লাভ করবেন। সে বিষয়ে আমরা 100 শতাংশ নিশ্চিত।"

কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি শফিউল আলম খান বলেন, "আমরা 100 শতাংশ আশাবাদী জয়ী হব। আমাদের বিরোধী যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাঁরা সমবায়ে থেকে একসময় দুর্নীতি করেছেন ৷ সে কারণেই মানুষ বুঝে গিয়েছেন, কারা প্রকৃত উপকার করতে পারে। এর পাশপাশি ভোট দিতে আসা সাধারণ ভোটাররা বলেন, "ভোট খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কোনও অশান্তি ঝামেলা নেই। কারা জিতবে তা বলা সম্ভব না-হলেও আমরা নিজেদের ভোট নিজেরা খুব শান্তিপূর্ণভাবেই দিতে পেরেছি।" উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলেই। পঞ্চায়েত ভোটের আগে সমবায় ভোটকে মেগা ফাইনাল হিসাবে ধরছে দলীয় নেতৃত্বরা ৷ নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীরা এখন ফলাফলের অপেক্ষায়।

আরও পড়ুন: কৃষি সমবায় নির্বাচনে চলল গুলি, উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা

উল্লেখ্য, এর আগে 29 ডিসেম্বর ওই জেলারই বহরমপুরের নওদা ব্লকের চাঁদপুরে ছিল সমবায় নির্বাচন ৷ আর ওই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে চলেছিল গুলি ৷ হয়েছিল বোমাবাজিও ৷ এই গুলি চলার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল যে, ওই নির্বাচন কেন্দ্রে বিরোধীদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে ৷ এনিয়ে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গিয়ে সেদিন আক্রান্ত হয়েছিলেন সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিও। তবে আজকের কান্দি ব্লকের হিজল নতুনগ্রাম সমবায় সমিতির নির্বাচন হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.