TMC BJP Clash in Contai : কাঁথিতে সুশাসন দিবসে অশান্তি, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ

author img

By

Published : Dec 25, 2021, 3:58 PM IST

Clash Between TMC and BJP

কাঁথিতে বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা (TMC BJP Clash in Contai) ৷ বিজেপির ব্যানার, ফ্ল্যাগ ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে হেনস্থারও অভিযোগ উঠেছে (TMC Allegedly Harass Divyendu Adhikari) ৷ ঘটনায় পাল্টা দিব্যেন্দুর বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে ৷

কাঁথি, 25 ডিসেম্বর : কাঁথিতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে (TMC Allegedly Harass Divyendu Adhikari) ৷ পাল্টা দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের মারে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী ৷ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ৷ আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে বিজেপির সুশাসন দিবসের আয়োজন করা হয় কাঁথি পৌরসভার মাঠে (Clash Between TMC and BJP on Sushasan Diwas) ৷ তার জন্য গতকাল প্রধানমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর ব্যানার, পোস্টার ও ফ্লেক্স লাগাচ্ছিল বিজেপি কর্মীরা ৷ যে কাজের তদারকি করছিলেন দিব্যেন্দু ৷ অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় (TMC BJP Clash in Contai) ৷

অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ব্যানার, পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দেয় ৷ এমনকি দিব্যেন্দুকে হেনস্থা করা হয় ৷ এর পরেই দিব্যেন্দুর দেহরক্ষী তথা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধর করে ৷ ঘটনায় তাঁদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷ তবে, তৃণমূলের তরফে পাল্টা দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে এলাকায় অশান্তির অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তাদের অভিযোগ, দিব্যেন্দু অধিকারী উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের দেহরক্ষীদের নিয়ে তৃণমূল সমর্থকদের উপর হামলা চালায় ৷

কাঁথিতে সুশাসন দিবসে অশান্তি, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ

আরও পড়ুন : BJP-TMC clash : নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 10

ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ৷ খবর পেয়ে কাঁথির জুনপুট মোড়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ৷ তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনায় আহত তৃণমূল কর্মীদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.