BJP-TMC clash : নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 10

author img

By

Published : Aug 17, 2021, 8:00 AM IST

বিজেপির বিক্ষোভ

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ অভিযোগ, সেই সময় তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মী-সমর্থকেরা ৷

নন্দীগ্রাম, 17 অগস্ট : তৃণমূল-বিজপি সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ গতকাল নন্দীগ্রামে বিজেপির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে গণ্ডগোল বাধে ৷ সোমবার বিকেলে রেয়াপাড়ার এই ঘটনাকে ঘিরে উভয় দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দশজন ।

সোমবার বিকেলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । বিক্ষোভ চলাকালীন তৃণমূলের লোকজন লাঠি, ইট নিয়ে বিজেপি সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল সহ আরও 3 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন । এই প্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি প্রলয় বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম । আমাদের কর্মসূচির শেষের দিকে তৃণমূলের লোকেরা হামলা চালায়, মারধর করে ।"

আরও পড়ুন : Khela Hobe : একুশের মতোই 24-এ ভয়ঙ্কর খেলা হবে, হুঁশিয়ারি অনুব্রতর

যদিও বিজেপির এমন অভিযোগ মানতে রাজি নন নন্দীগ্রাম 2 নং ব্লক তৃণমূল সভাপতি মহাদেব বাগ । তিনি পাল্টা অভিযোগ জানিয়ে বলেন, "বিজেপির লোকেরা মিথ্যাবাদী । ওরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াচ্ছিল । আমাদের পার্টি অফিসে ভাঙচুর চালানোর জন্যে তেড়ে আসছিল ।" তখন তাঁরা শুধু প্রতিরোধ করেছেন বলে দাবি করেছেন তৃণমূল সভাপতি, কিন্তু কাউকে মারধর করা হয়নি । এই ঘটনাকে সাধারণ একটা ছোটখাটো উত্তেজনার ঘটনা বলে উল্লেখ করেন তিনি ৷ "আসলে বিজেপি নেতাদের তিলকে তাল করে নাটক করার অভ্যাস রয়েছে । তাই ওরা নতুন নাটক শুরু করেছন", বলেন মহাদেব ৷ তাঁর অভিযোগ, বিজেপির দুষ্কৃতীদের আক্রমণে তৃণমূলের 4-5 জন সমর্থক আহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.