Contai Municipality Tender Scam: টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার আইসিকে তলব করল সিবিআই

author img

By

Published : Jan 7, 2023, 10:35 PM IST

ETV Bharat

টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে কাঁথি পৌরসভায় ৷ সূত্রের খবর, এই দুর্নীতির তদন্তে সিবিআই তলব করেছে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে (CBI summons IC of Contai police station) ৷

কাঁথি, 7 জানুয়ারি: কাঁথি পৌরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে তলব করল সিবিআই (CBI summons IC of Contai police station) ৷ সুত্রের খবর, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে আইসি-কে ৷ কাঁথি পৌরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদার রাম পণ্ডা গত শুক্রবার জেল থেকে ছাড়া পেয়েছেন । তারপরই সাংবাদিক সম্মেলন করে রাম পণ্ডা পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেন ।

তিনি বলেন, "কাঁথি থানা থেকে গত 30 তারিখ সকালে আমাকে বলা হয় তমলুক কোর্টে নিয়ে যাওয়া হবে । সেই মতো আমি সকাল ন'টায় বেরিয়ে পড়ি । নন্দকুমার পেরিয়ে রাস্তার ধারে ফাঁকা জায়গায় গাড়ি থামানো হয় । আমার মামলার তদন্তকারি অফিসার গাড়ি থেকে নেমে কোথায় চলে যান । তারপর এসে বলেন আপনি গাড়ি থেকে নামুন । আমি বলি তমলুক আদালতে যাওয়ার কথা আমার কিন্তু এখানে কেন আমি নামব ? তদন্তকারী অফিসার বলেন নবান্ন থেকে বড় বড় অফিসাররা এসেছেন । ঠিকঠাক করে উত্তর দেবে । তারপর তিনজন কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা ব্যক্তি আমাকে একটি ঘরের ভিতরে ঢুকিয়ে চেয়ারে বসান ৷ তারপর আমার সামনে টেবিলের উপর নিজেদের রিভলবার বের করে রেখে দেন । এরপর জোর গলায় বলতে থাকেন শুভেন্দু অধিকারীর টাকাগুলো কোথায় রয়েছে ! ঠিকঠাকভাবে উত্তর দে, না-হলে 87টা কেস দিয়ে দেব । রাজ্যের সমস্ত লক-আপ ঘুরিয়ে আনবো । আর যদি না-বলতে চাস তাহলে আমরা যে বয়ান লিখে দেব সেই বয়ানের উপর তুই সই করে দিবি । সেটা সত্য হোক বা মিথ্যা ।" বন্দুকের নলের সামনে বসিয়ে তাঁর উপর মানসিক অত্যাচার করা হয়েছে বলে রাম পণ্ডা অভিযোগ করেছিলেন (Contai Municipality Tender Scam)।

আরও পড়ুন: জয়নগরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়ক অনুগামীদের হাতে মার খেয়ে হাসপাতালে তৃণমূল কর্মী

তারপরেই কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে সিবিআই তলবের খবর পাওয়া গেল ৷ আগামী সোমবার সকাল সাড়ে দশটায় কলকাতা সিবিআই সদর দফতর নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, কাঁথি পৌরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে তলব করা হয়েছে । তাহলে কি রাম পণ্ডার বিবৃতির প্রেক্ষিতেই কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে সিবিআই তলব করেছে ? সেই প্রশ্ন উঠছে ৷ যদিও ঠিক কী কারণে অমলেন্দু বিশ্বাসকে তলব করা হয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি (CBI investigation in Contai Municipality Tender Scam case) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.