Jaynagar TMC Inner Conflict: জয়নগরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়ক অনুগামীদের হাতে মার খেয়ে হাসপাতালে তৃণমূল কর্মী

author img

By

Published : Jan 7, 2023, 10:15 PM IST

ETV Bharat

জয়নগরের দক্ষিণ বারাসত এলাকায় প্রবীর মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ৷ তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকেরা তাঁকে পেটায় বলে অভিযোগ (Jaynagar TMC Inner Conflict) ৷

জয়নগরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত তৃণমূল কর্মী

জয়নগর, 7 জানুয়ারি: জয়নগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল । এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয় । এই ঘটনায় তৃণমূল বিধায়কের শ্যালকের পরিচিতদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে । শনিবারের এই ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকায় (Jaynagar TMC Inner Conflict) ৷

অভিযোগ তৃণমূল কর্মী প্রবীর মণ্ডলকে উইকেট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জয়নগর-1 ব্লকের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা । আক্রান্ত প্রবীর মণ্ডল জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের অনুগামী হিসাবে পরিচিত (TMC worker beaten in Jaynagar)। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের শ্যালক তথা ব্লক তৃণমূল নেতা তুহিন বিশ্বাসের লোকেরা তাঁকে মারধর করেছেন বলে আক্রান্তের পরিবারের অভিযোগ । এই প্রসঙ্গে আহত প্রবীর মণ্ডল বলেন, “বিধায়কের ও তুহিনের গ্রুপের ছেলেরা মারধর করেছে । মুখ চিনি, নাম জানি না ।”

তবে যাঁর বিরুদ্ধে এই মারধরে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে সেই তুহিন বিশ্বাসের দাবি, প্রবীর মণ্ডল বিধায়ককে হারাতে 2021 বিধানসভা ভোটের সময় বিজেপিতে চলে গিয়েছিলেন । একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় তাঁর কোনও ভূমিকাই নেই । বরং তাঁর দাবি, জুয়া খেলার সময় ঝামেলার কারণে কিংবা জমিজমা নিয়ে গোলমালের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে (Jaynagar TMC Inner clash) ।

তবে সম্পূর্ণ অন্য কথা বলেছেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল ৷ তাঁর দাবি, আক্রান্ত প্রবীর মণ্ডল তৃণমূলেরই কর্মী । সাংসদের কথায়, "প্রবীর মণ্ডল আমাদের বহু পুরনো দিনের কর্মী । 1998 সাল থেকে উনি আছেন । আজ ওকে উইকেট দিয়ে মারে পিছন থেকে । তবে কারা মেরেছেন উনি নাম করে কিছু বলেননি । তবে যারা এভাবে মারে আমি মনে করি, তারা দুষ্কৃতী । কোনও দলেরই লোক নয় । আর যেটা বলা হচ্ছে, উনি অন্য দলে যোগ দিয়েছেন, একেবারেই তা নয় ।"

আরও পড়ুন: শুভেন্দুর বাম ভোট প্রাপ্তি নিয়ে মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ

প্রবীর মণ্ডলের ছেলে প্রিয়ব্রত মণ্ডলের কথায়,“বাবা রোজই খেয়েদেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় । তাস খেলে । আজ ফোনে জানতে পারি বিধায়কের গোষ্ঠীর ছেলেরা মারধর করেছে বাবাকে । বাবাও তৃণমূল করে । তৃণমূল বিধায়কের অনুগামীরাই বাবাকে মেরেছে । তবে আমি তো সেখানে ছিলাম না । তাই যা বলার বাবা বলতে পারবে ।”

যদিও অভিযুক্ত তুহিন বিশ্বাস বলেন,“প্রবীর মণ্ডল 2021 সালের বিধানসভা ভোটের আগেই বিশ্বনাথ দাসকে হারাতে বিজেপিতে যোগ দেন । বর্তমানে যদিও উনি দাবি করেন, তৃণমূল করেন । এটা পুরোপুরি মিথ্যা । দ্বিতীয়ত, যেখানে ঘটনাটি ঘটেছে সকাল থেকে সন্ধ্যা ওখানে জুয়া খেলা হ য়। সকলেই বলবে । আমি শুনেছি সেই জুয়া খেলা, জমিজমা নিয়ে ঝামেলা হয় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.