ETV Bharat / state

BJP Strike in Moyna: ময়নায় বিজেপির 12 ঘণ্টার বনধে প্রভাব জনজীবনে, জোর করে দোকানপাট বন্ধের অভিযোগ

author img

By

Published : May 3, 2023, 12:43 PM IST

বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধে মিশ্র প্রভাব পড়ল ময়নায় ৷ পাশাপাশি জোর করে দোকানপাট বন্ধ করানোর অভিযোগ বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে ৷ আবার উলটো ছবিও দেখা গিয়েছে ৷ ময়নায় বাজার খোলা ছিল ৷

BJP Strike in Moyna ETV BHARAT
BJP Strike in Moyna

বিজেপির ডাকা বনধের প্রভাব পড়ল ময়নায়

ময়না (পূর্ব মেদিনীপুর), 3 মে: বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁকে অপহরণ করে খুনের ঘটনা বুধবার ময়নায় 12 ঘণ্টার বনধ ৷ আর এই বনধকে ঘিরে মিশ্র প্রভাব দেখা গেল এলাকায় ৷ কোথাও দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল । কোথাও আবার কোথায় বিজেপির তরফে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হল ৷ অভিযোগ উঠেছে, কোথাও কোথাও জোর করে দোকানপাচ বন্ধ করিয়ে দিয়েছেন বনধ সমর্থকরা ৷ পথ অবরোধ তুলতে গিয়ে ময়নার অন্নপূর্ণা বাজারের কাছে বিজেপি কর্মীদের বচসায় জড়িয়ে পডে়ন পুলিশকর্মীরা ৷ মোটের উপর বনধের জেরে নাজেহাল সাধারণ মানুষ । ব্যহত দৈনন্দিন জীবন ৷

উল্লেখ্য, সোমবার বিকেলে ময়নায় 234 নম্বর বুথের বিজেপির সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁকে প্রথমে স্ত্রী ও সন্তানের সামনে মারধর করা হয় ৷ স্থানীয়রা সেখানে চলে এলে তাঁকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি ৷ যার প্রতিবাদে মঙ্গলবার দিনভর উত্তপ্ত হয়েছিল ময়না ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সেখানে যান ৷ মুখ্য়মন্ত্রীকে সরাসরি 'খুনি' বলে অভিহিতও করেন তিনি ৷ সেখান থেকেই 12 ঘণ্টার ময়না বনধের কথা ঘোষণা করেন শুভেন্দু ৷

সেই মতো আজ সকাল থেকে ময়নার বিভিন্ন মোড়ে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপির নেতা-কর্মীরা ৷ কোথাও আবার রাস্তায় ফ্ল্যাগ হাতে চেয়ার পেতে বসে পড়েছেন কর্মী সমর্থকরা ৷ আর যার জেরে চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে রাস্তায় বেরনো লোকজনকে ৷ বনধের জেরে যান চলাচলও প্রভাবিত হয়েছে ৷ এ দিন ময়নার অন্নপূর্ণা বাজার খুলেছিল সকালে ৷ সেখানে লোকজনকে কেনাকাটাও করতে দেখা যায় ৷ তবে, বাজারে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন বিজেপি কর্মীরা ৷

আরও পড়ুন: 'খুনি মমতার শেষ দেখে ছাড়ব', উত্তাল ময়নায় গিয়ে বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই চাইলেন শুভেন্দু

অভিযোগ উঠেছে, রাস্তায় লোকজনকে জোর করে বাধা দেওয়া হচ্ছে ৷ বাইক, ছোট গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ এমনকী কিছু জায়গায় পথচলতি লোকজনের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের ৷ অভিযোগ উঠেছে, একটি জীবনদায়ী ওষুধের গাড়িকে আটকে দিয়েছিল বনধ সমর্থনকারীরা ৷ গাড়ির সামনে মেডিক্যাল সার্ভিস লেখা সত্ত্বেও গাড়িটিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় ৷ যা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বনধ সমর্থকদের ব্যাপক বচসা বাঁধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.