ETV Bharat / state

Third Wave Effect : ফের লকডাউনের আতঙ্কে ঘুম ছুটেছে বর্ধমানের খাবারের দোকানদারদের

author img

By

Published : Jan 6, 2022, 3:18 PM IST

small business owners of burdwan says tough to bear losses again due to third wave of covid
ফের ব্যবসা বন্ধ হওয়ার আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা

ফের রাজ্যে লাগু হয়েছে করোনা বিধিনিষেধ ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ছোটখাটো খাবারের দোকানের ব্যবসায়ীরা ৷ আবার যদি লকডাউন ঘোষণা হয়, তাহলে কী হবে ?

বর্ধমান, 6 জানুয়ারি : কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা তাঁরা কোনওমতে সামলে উঠেছিলেন ৷ দেশে ফের দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ ৷ বাদ নেই এ রাজ্যও ৷ ফের রাজ্যে লাগু হয়েছে করোনা বিধিনিষেধ ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ছোটখাটো খাবারের দোকানের ব্যবসায়ীরা ৷ আবার যদি লকডাউন ঘোষণা হয়, তাহলে কী হবে ? এই প্রশ্নই এখন ঘুরছে তাঁদের মাথায় ৷

বর্ধমান শহরজুড়ে ইতিউতি ছড়িয়ে আছে চায়ের স্টল, রাস্তার ধারে ছোট ছোট খাবারের দোকান, মিষ্টির দোকান । সকাল হতে না হতেই দোকানগুলিতে ভিড় উপচে পড়ে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খদ্দের সামলাতে দোকানদার হিমশিম খেতে হয় ৷ লকডাউন, কোভিডের দু‘টো ঢেউ পার করার পর এই চেনা ছবি ফিরে এসেছিল ৷ দীর্ঘ অনিশ্চয়তার পর এইসব ছোটখাটো ব্যবসায়ীরা লাভের মুখ দেখছিলেন ৷ যদিও সেই সুখ বেশিদিন স্থায়ী হল কই ৷ নেপথ্যে করোনার তৃতীয় ঢেউ ৷ ইতিমধ্যেই কোভিডের মোকাবিলায় রাজ্যে লাগু হয়েছে সরকারি বিধিনিষেধ ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বর্ধমান দিলীপ বন্দ্যোপাধ্যায়, মনোজ কুমার, মদন দে-র মতো খাবারের দোকানের ব্যবসায়ীরা ৷ ফের লকডাউনের আতঙ্ক ঘিরে ধরেছে তাঁদের ৷

বেশ ভালই ব্যবসা চলছিল দিলীপ বন্দ্যোপাধ্যায়ের । তিনি পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসিন্দা । বর্ধমান শহরে তাঁর একটা চা, ঘুঘনির স্টল আছে । সারাদিন টুকটাক করে ব্যবসা চলে । বাড়িতে আছে ছেলে ও স্ত্রী । মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । ছেলে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র । আগে ভাতার থেকে বর্ধমানে যাতায়াত করতেন । এখন বর্ধমান শহরেই একটা বাড়ি ভাড়া নিয়ে সংসার ৷ লকডাউনের জেরে ব্যপক ক্ষতির মুখে পড়েছিলেন । পরে সব স্বাভাবিক হলে ফের দোকান চালু করেন । ভয় কাটিয়ে মানুষজন দোকানে ভিড় করতে শুরু করেন ৷ এখন ব্যবসা ভালই চলছে । কিন্তু এরপর যদি ফের লকডাউন হয় তাহলে কী হবে সেটা ভেবেই চিন্তিত দিলীপ বাবু ৷

আতঙ্কে বর্ধমানের খাবারের দোকানের ব্যবসায়ীরা

আরও পড়ুন : Food Delivery for Covid Patients : এক ফোনেই মিলবে খাবার, করোনা সংক্রামিতদের পাশে বিভিন্ন রেস্তরাঁ ও হোম ডেলিভারি সংস্থা

রাজ্যের নতুন করোনাবিধি রাতের ঘুম কেড়েছে বিহারের বাসিন্দা মনোজকুমার পান্ডের । বর্ধমানে কার্জনগেট সংলগ্ন এলাকায় মনোজের খাবারের দোকান । সকাল থেকে রাত পর্যন্ত সেই দোকানে ছাতুর লিটটি, কচুরি, তরকারি, ডিমের পোচ সহ অন্যান্য জিনিস বিক্রি চলে । সারাদিন ভালই ব্যবসা হয় । কিন্তু লকডাউনের বীভৎস স্মৃতি ভুলতে পারেন না কিছুতেই ৷ ফের লকডাউন হতে পারে এটা আন্দাজ করে ভয়ে ভয়ে দিন কাটছে তাঁর ৷ কোভিডের দু‘টো ঢেউ সামলে উঠলেও তৃতীয় ঢেউ ব্যবসার কোমর ভেঙে দেবে বলেই আশঙ্কা তাঁর ৷

আরও পড়ুন : Baruipur Subdivisional Hospital : তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুত বারুইপুর মহকুমা হাসপাতাল

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ 14 হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷ সারা দেশে সংখ্যাটা 90 হাজারের উপর ৷ সংক্রমণে লাগাম টানতে কেন্দ্র সরকার ফের লকডাউনের পথে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ তেমনটা হলে এইসব ছোটখাটো ব্যবসায়ীদের স্বপ্নগুলো ফের ধাক্কা খাবে ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.