ETV Bharat / state

Food Delivery for Covid Patients : এক ফোনেই মিলবে খাবার, করোনা সংক্রামিতদের পাশে বিভিন্ন রেস্তরাঁ ও হোম ডেলিভারি সংস্থা

author img

By

Published : Jan 6, 2022, 8:06 AM IST

পরিবার করোনা আক্রান্ত ? রান্না করা যখন সম্ভব নয়, তখন একবার যোগাযোগ করুন এই খাবার ডেলিভারি সংস্থাগুলোর সঙ্গে ৷ রাজ্যে ভয়াবহ কোভিড পরিস্থিতিতে নতুন কোভিড যোদ্ধা এখন এরাই (Food Delivery for Covid Patients in West Bengal) ৷

Food Delivery for Covid Patients
খাবার ডেলিভারি সংস্থা

কলকাতা, 6 জানুয়ারি : রাজ্যে তথা দেশে আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ । সঙ্গে সার্স-কোভ-2-এর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ঘুম ছুটিয়েছে প্রশাসনের । রাজ্যে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে 14 হাজার ৷ স্বভাবত, চিন্তিত চিকিৎসক মহল । আর দ্বিতীয় ঢেউয়ে প্রথম সারির (Frontline workers) কোভিড যোদ্ধারা সুরক্ষিত থাকলেও এবার কোভিড ও ওমিক্রনে আক্রান্ত শ'য়ে শ'য়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ।

বহু পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত । এরকম পরিবারের কথা ভেবে এগিয়ে এসেছে কলকাতা, হাওড়া, শহরতলি ও অন্যান্য জেলার একাধিক রেস্তোরাঁ ও হোম ডেলিভারি সংস্থা । এরা কোভিড আক্রান্তদের বাড়িতে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেবে নামমাত্র মূল্যে । তাই বাড়িতে আইসোলেশনে থাকা যে কেউ তার এলাকার নির্দিষ্ট হোম ডেলিভারি অথবা রেস্তোরাঁর নির্দিষ্ট নম্বরে ফোন করে নাম ঠিকানা-সহ বিবরণ দিলেই খাবার পৌঁছে যাবে বাড়িতে । তবে হাতে সময় নিয়ে খাবারের অর্ডার দেওয়াই ভাল । কারণ বর্তমানে এই খাবার সরবরাহকারী সংস্থাগুলি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে (Food Delivery for Covid Patients in West Bengal) ।

রেস্তোরাঁর নাম, জায়গা, ফোন নম্বর -

  • কুকড উইথ কেয়ার (সমগ্র কলকাতা) (90076 40487, 89104 80551, 93311 10327)
  • মুডি ফুডি বাই অঙ্কিতা (সমগ্র কলকাতা) (9610096439)
  • অদিতি অরোরা (সমগ্র কলকাতা) (9831179079)
  • জিরা (সমগ্র কলকাতা) (9830066624)
  • শ্বেতা জৈন (সমগ্র কলকাতা) (9874987724)
  • স্পুনফুয়েল (সমগ্র কলকাতা) (9007760418)
  • দি হাঙ্গরি বিয়ার (সমগ্র কলকাতা) (9831397018, 8335802838)
  • মিলস বাই মম (সমগ্র কলকাতা) (7439311158)
  • রাজেশ মুদ্দাহ (সমগ্র কলকাতা) (339207576)
  • মুন্দ্রা কিচেন (সমগ্র কলকাতা) (7003752008)
  • গ্র্যানির কিচেন (সমগ্র কলকাতা) (9051661509)
  • মিসেস কিচেন (সমগ্র কলকাতা) (8910928400)
  • শিভাঙ্গি কোহলি (সমগ্র কলকাতা) (9073329885)
  • অর্ণব/অমৃত হোম ডেলিভারি (সমগ্র কলকাতা) (9051159815)
  • ওজিএস কিচেন (সমগ্র কলকাতা) (8697082035)
  • রান্না ঘর (সমগ্র কলকাতা) (8240109107)

আরও পড়ুন : Corona Update in Bengal : করোনার লাফ, বঙ্গে সংক্রমণ ছাড়াল 14 হাজার

  • নিশাত তাসনিম (বেকবাগান) (8697767907)
  • গুপ্তা ব্রাদার্স (বিবিদি বাগ, ধর্মতলা,পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন এবং মধ্য কলকাতা) (9836199154)
  • শ্রাবস্তী ঘোষ (বাগবাজার, শোভাবাজার, হাতিবাগান, আহিরীটোলা, খান্না, উল্টোডাঙা) (89027 03686)
  • অস্মিতা এবং অনুরাগ (বেহালা, টালিগঞ্জ, গলফগ্রিন, লেক গার্ডেন, যোধপুর পার্ক সংলগ্ন এলাকা) (8482055025, 9748640219)
  • হর্ষ এবং অঙ্কুর (নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ, কালীঘাট, হারিদেবপুর, বেহালা) (86974 49350, 9811560561)
  • কাবেরী ঘোষ (দক্ষিণ কলকাতা ও গড়িয়া) (9477983961)
  • ফুড এফেয়ার্স (গড়িয়া এবং দক্ষিণ কলকাতা) (9836169469)
  • ফুড ফর ইউ (দক্ষিণ কলকাতা) (8017996766)
  • রেডি টু সার্ভ (দক্ষিণ কলকাতা) (9330386851)
  • টিফিন ব্রস (বালিগঞ্জ, দক্ষিণ কলকাতা) (6289984733)
  • একডালিয়া কসিনা (দক্ষিণ কলকাতা) (8240798929)
  • বৃন্দা পাটোদিয়া (দক্ষিণ কলকাতা) (9433090588)
  • ক্লাউড কিচেন (কসবা, দক্ষিণ কলকাতা) (9830041714)
  • লোপার কিচেন (গড়িয়া) (9051643435)
  • শ্রমজীবী ক্যান্টিন (যাদবপুর) (9748434309)
  • সুস্মিতা বিশ্বাস (যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, টালিগঞ্জ, ঢাকুরিয়া, গাড়িয়াহাট, প্রিন্স আনোয়ার শাহ রোড) (7044321822)
  • শিভাঙ্গি রায় (সন্তোষপুর) (9073329885)
  • মনিকা আইন (সন্তোষপুর) (6289956434)
  • তুর্নি ধর (গড়িয়া, বালিগঞ্জ) (9987508334)
  • কোভিড-19 ক্যান্টিন (8-বি,বিজয়গড়, পল্লীশ্রী, শ্রী কলোনি, নেতাজি নগর, গান্ধি কলোনি, রানিকুঠি, বাঘাযতিন, গড়িয়া) (7044630806, 8420260838)
  • শৈলজা মুন্দ্রা (আলিপুর) (9830220594)
  • রানীর কিচেন (ভবানীপুর) (9836551616)
  • রত্না চৌধুরী (সাউথ সিটি, কাটজুনাগর) (9748868346)
  • খেয়েছে কোলকাতা (কসবা) (9830041714)

আরও পড়ুন : Covid surge in West Bengal : করোনার শেষ কোথায় ? কী বলছেন বিশেষজ্ঞরা

  • প্রিয়াঙ্ক এবং গরিমা (মানিকতলা) (9051376319)
  • উন্নতি কিচেন (লেকটাউন) (9830610008)
  • সুপার কিচেন (লেকটাউন) (7439663124)
  • নিতু শারাফ (হেস্টিংস) (9883132649)
  • অন্নপূর্ণা কিচেন (এয়ারপোর্ট থেকে কাঁকুড়গাছি) (6290313657)
  • নিতুর কিচেন (কেষ্টপুর, বাঙুর) (9330122223)
  • শ্রেয়াস ক্যাফে (বাঙুর, লেকটাউন) (7439752707)
  • দোলার রান্নাঘর (উল্টোডাঙা, শিয়ালদা, মানিকতলা, বিধাননগর এবং মৌলালি) (9831830794)
  • ইনরিতার কিচেন (শিয়ালদা থেকে পার্ক সার্কাস) (8910089447)
  • রসিক বাই সাইনি ভট্টাচার্য (সল্টলেক, নিউটাউন, লেকটাউন, রাজারহাট, দমদম পার্ক, বাঙুর, বাগুইআটি, চিনার পার্ক) (7980847805)
  • ঘর কি রোটি (সল্টলেক) (9051919191, 9874987724)
  • মিরা বাটরা (এয়ারপোর্ট, সল্টলেক, উল্টোডাঙা) (82406 58223)

আরও পড়ুন : Containment zones in Kolkata : কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়ে হল 48

  • আহারে-বাহারে (সোদপুর, খড়দহ, মধ্যমগ্রাম, আগরপাড়া, বেলঘড়িয়া, কামারহাটি, দমদম ও টিটাগড়) (9051620985, 9593030365)
  • তিমির দত্ত চৌধুরী, (সোদপুর) (9830237797, 9830200860, 789083095)
  • গুপি গায়েন বাঘা বায়েন (পলতা) (8100611018, 9007098293)
  • ফ্রেন্ডস ক্যাফে (বারাসত) (8017573223)
  • শুভ্রা মুখার্জী (বারাসত এবং হৃদয়পুর) (9143156680, 8902105897)
  • হেঁশেল (কামারহাটি সংলগ্ন এলাকা) (96749 53080, 96746 04148)
  • মাম কুক্স ইয়াম্মি (চন্দননগর, ভদ্রেশ্বর) (8697662386)
  • দি লেডি উইথ আ লাডলে (চুঁচুড়া) (9051259157)
  • কমিউনিটি কিচেন (ইছাপুর) (7604024296, 9883944876)
  • ভুরি ভোজ (বালি, বেলুড়, উত্তরপাড়া) (9051831115)
  • হোম-মেড (সখেরবাজার) (9831450773)
  • দীপাবলি (শিলিগুড়ি) (8617384958)
  • এঞ্জেল কুক্স (7044345274)
  • কোয়ারনটিম (আসানসোল, বার্নপুর) (7001533079)
  • আসানসোল চিভার্লি (আসানসোল থেকে চিরকুন্ডা) (7384467390, 9831007184)
  • খাও বাই ঋত্বিক লাল (ব্যারাকপুর) (6291530266)
  • শ্যাম এবং সোমেন (ব্যারাকপুর) (7059850084, 7003754228)

আরও পড়ুন : Durgapur Kalpataru Mela : বিলম্বিত বোধোদয় ! শুরু হওয়া ঐতিহ্যবাহী কল্পতরু মেলা বন্ধ করল প্রশাসন

শুধু আগের দিন অর্ডার দিতে হবে, তাহলেই রান্না করা খাবার পাওয়া নিয়ে চিন্তার কিছু থাকবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.