ETV Bharat / state

Bank Fraud: পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, চাঞ্চল্য

author img

By

Published : Oct 11, 2022, 11:09 PM IST

Bank Fraud News
পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব

পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব ৷ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতের (Money Embezzlement from Panchayat Pradhan Account) ।

ভাতার,পূর্ব বর্ধমান: ব্যাংকের অ্যাকাউন্টে কোনও গণ্ডগোল থাকায় গ্যাসের ভরতুকি ক্রেডিট হচ্ছে না । এই ধরনের ফোন করে নতুন করে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় পঞ্চায়েত প্রধানের কাছে । সেই অ্যাকাউন্ট নম্বর বলার পরে ওটিপি (One Time Password) বলতেই উধাও হয়ে যায় প্রায় সতেরো হাজার টাকা । ঘটনার কথা জানিয়ে ভাতার থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন বিনয়কৃষ্ণ ঘোষ নামে ওই পঞ্চায়েত প্রধান । পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা (Money Embezzlement from Panchayat Pradhan Account) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনয়কৃষ্ণ ঘোষ সাহেবগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান । মঙ্গলবার দুপুর নাগাদ তিনি পঞ্চায়েত অফিসে কাজে ব্যস্ত ছিলেন । সেই সময় একটা অজানা নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয় গ্যাসের কোম্পানি থেকে তাকে ফোন করা হচ্ছে । তার অ্যাকাউন্টে সমস্যা থাকায় গ্যাসের ভর্তুকি ক্রেডিট হচ্ছে না । তাঁর কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় । পঞ্চায়েত প্রধান অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে তার ফোনে ওটিপি আসে । মোট তিন দফায় ওটিপি আসে সেই ওটিপি-র নম্বর বলার পরে মোট 16,700 টাকা অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় । গ্রাম প্রধান বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন । এরপরেই ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন বিনয়কৃষ্ণ ঘোষ ।

আরও পড়ুন: ভোল বদলে গোপনে চলছে পিএফআই-এর কার্যকলাপ, সতর্কতা জারি লালবাজারের

এদিন ভাতার থানায় দাঁড়িয়ে বিনয়কৃষ্ণ ঘোষ বলেন, "প্রথমে বুঝতে পারিনি । তাই গ্যাসের কোম্পানির পরিচয় জানার পরেই অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি দিয়ে দিই । কিছুক্ষণের মধ্যেই দেখি অ্যাকাউন্ট থেকে 16,700 টাকা উধাও হয়ে গিয়েছে ।"

বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । পুলিশের মতে এর আগে বিষয়টি নিয়ে বারবার করে মানুষকে সচেতন করা হয়েছে । কিন্তু পরেও কেউ কীভাবে ভুল করে তার উত্তর খুঁজছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.