ETV Bharat / state

সিপিআইএম-বিজেপির বেআইনি পার্টি অফিস বন্ধের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার - HC on Illegal Party Offices

HC on Illegal Party Offices: সিপিআইএম ও বিজেপির 4টি বেআইনি পার্টি অফিস বন্ধ করতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ আজ এই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷ অভিযোগ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের জমি দখল করে ওই পার্টি অফিসগুলি বানিয়েছিল সিপিআইএম ও বিজেপি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 8:18 PM IST

ETV BHARAT
কলকাতা হাইকোর্ট ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 21 মে: রাজ্য সরকারের বিভিন্ন দফতরের জমিতে জবরদখল ৷ আর সেই কাজটা করেছে খোদ বিরোধী বিজেপি ও সিপিআইএম ৷ যারা স্বয়ং সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ তোলে ৷ এবার রাজারহাটে এমনই দখলদারির জমিতে বিজেপি ও সিপিআইএম-এর তৈরি করা পার্টি অফিস বন্ধ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে ৷ পার্টি অফিসগুলির মধ্যে 3টি সিপিআইএম ও একটি বিজেপির ৷

অভিযোগ ছিল, সেচ দফতর, পিডব্লিউডি এবং হিডকোর জমি জবরদখলের পর পার্টি অফিস তৈরি করেছিল বিজেপি ও সিপিআইএম ৷ আজ বিচারপতি রায় দিয়েছেন, ওই পার্টি অফিসগুলি অবিলম্বে বন্ধ করে দিতে হবে ৷ আর সরকারি ওই জমিতে তৈরি হওয়া বেআইনি নির্মাণ খতিয়ে দেখে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ভাঙার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ সম্প্রতি নিউটাউনে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিসও ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ওই জমিতে তৃণমূলের যে তিনটি অফিস রয়েছে, তা ভেঙে ফেলতে হবে ৷

নিউটাউন এলাকায় সরকারি জমি জবরদখল করে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে— এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল ৷ ওই মামলার শুনানিতে হিডকো কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে প্রমাণ-সহ একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেখানে বলা হয়, বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি তৈরি করা হয়েছে ৷ বিচারপতি হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, "কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না ? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই ?"

বিচারপতি তাঁর মন্তব্যের পরেই ওই তিনটি পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেন ৷ মামলাকারীদের তরফে শুনানিতে জানানো হয়েছিল, হিডকোর জমিতে আরও একাধিক রাজনৈতিক দফতর বানানো হয়েছে ৷ সেই সূত্রে হিডকোর জমিতে ক্লাব করে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে মামলা দায়ের হয় ৷ ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, বেআইনিভাবে সরকারি জমি দখল করে পার্টি অফিস নির্মাণ হওয়া জায়গা চিহ্নিত করতে ৷ একই সঙ্গে সেসব জায়গা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড যাতে না চালানো হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি ৷

আরও পড়ুন:

  1. ভোটের মাঝেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি
  2. নিয়ম ভেঙে গঙ্গাধর কয়ালের ভিডিয়ো নিয়ে এফআইআর কেন ? হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য পুলিশের
  3. ভোটের আগে স্বস্তি রেখা পাত্রের, 14 জুন পর্যন্ত পুলিশি পদক্ষেপে না হাইকোর্টের

কলকাতা, 21 মে: রাজ্য সরকারের বিভিন্ন দফতরের জমিতে জবরদখল ৷ আর সেই কাজটা করেছে খোদ বিরোধী বিজেপি ও সিপিআইএম ৷ যারা স্বয়ং সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ তোলে ৷ এবার রাজারহাটে এমনই দখলদারির জমিতে বিজেপি ও সিপিআইএম-এর তৈরি করা পার্টি অফিস বন্ধ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে ৷ পার্টি অফিসগুলির মধ্যে 3টি সিপিআইএম ও একটি বিজেপির ৷

অভিযোগ ছিল, সেচ দফতর, পিডব্লিউডি এবং হিডকোর জমি জবরদখলের পর পার্টি অফিস তৈরি করেছিল বিজেপি ও সিপিআইএম ৷ আজ বিচারপতি রায় দিয়েছেন, ওই পার্টি অফিসগুলি অবিলম্বে বন্ধ করে দিতে হবে ৷ আর সরকারি ওই জমিতে তৈরি হওয়া বেআইনি নির্মাণ খতিয়ে দেখে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ভাঙার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ সম্প্রতি নিউটাউনে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিসও ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ওই জমিতে তৃণমূলের যে তিনটি অফিস রয়েছে, তা ভেঙে ফেলতে হবে ৷

নিউটাউন এলাকায় সরকারি জমি জবরদখল করে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে— এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল ৷ ওই মামলার শুনানিতে হিডকো কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে প্রমাণ-সহ একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেখানে বলা হয়, বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি তৈরি করা হয়েছে ৷ বিচারপতি হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, "কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না ? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই ?"

বিচারপতি তাঁর মন্তব্যের পরেই ওই তিনটি পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেন ৷ মামলাকারীদের তরফে শুনানিতে জানানো হয়েছিল, হিডকোর জমিতে আরও একাধিক রাজনৈতিক দফতর বানানো হয়েছে ৷ সেই সূত্রে হিডকোর জমিতে ক্লাব করে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে মামলা দায়ের হয় ৷ ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, বেআইনিভাবে সরকারি জমি দখল করে পার্টি অফিস নির্মাণ হওয়া জায়গা চিহ্নিত করতে ৷ একই সঙ্গে সেসব জায়গা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড যাতে না চালানো হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি ৷

আরও পড়ুন:

  1. ভোটের মাঝেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টি
  2. নিয়ম ভেঙে গঙ্গাধর কয়ালের ভিডিয়ো নিয়ে এফআইআর কেন ? হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য পুলিশের
  3. ভোটের আগে স্বস্তি রেখা পাত্রের, 14 জুন পর্যন্ত পুলিশি পদক্ষেপে না হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.