ETV Bharat / state

2014 Primary Recruitment Case : হাইকোর্টের নির্দেশে চাকরি গেল সিপিএম নেতার মেয়ের, চাঞ্চল্য কালনায়

author img

By

Published : Jun 15, 2022, 9:14 PM IST

2018 সালে চাকরিতে যোগ দিয়ে হাইকোর্টের নির্দেশে 2022-এ চাকরি খোয়ালেন পূর্ব বর্ধমানের কালনার সিপিএম নেতার মেয়ে (2014 Primary Recruitment Case)৷

Kalna
কালনা

কালনা, 15 জুন : নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয়েছে ৷ এই অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে 269 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে । সেই তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমান জেলার এক বাম নেতার মেয়ের (daughter of CPIM leader lost her job on the direction of High Court)৷ যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

হাইকোর্টের নির্দেশে যে 269 জনের চাকরি বাতিল হয়েছে, তাতে পূর্ব বর্ধমান জেলার 17 জনের নাম রয়েছে । তার মধ্যে একটি নাম বৈশাখী বসু মল্লিক ৷ যিনি কালনার সিপিএম নেতা বীরেন্দ্রনাথ বসু মল্লিকের মেয়ে । কালনা পৌরসভার কাউন্সিলর হওয়ার পাশাপাশি তিনি প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন (ABPTA) র প্রাক্তন জেলা সহ সভাপতি ছিলেন ।

এই খবর ছড়িয়ে পড়তেই কালনা শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে । 2018 সালে কালনার ধামাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পদে যোগ দেন বৈশাখী বসু মল্লিক ।

আরও পড়ুন : TET Recruitment Scam : প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

এই বিষয়ে এবিপিটিএ-র জেলা সভাপতি নীরব খাঁ বলেন, "বামপন্থী শিক্ষক সংগঠন হিসেবে আমাদের প্রথম দাবি চাকরিতে স্বচ্ছ নিয়োগ করতে হবে । এরপরেও যে এই ঘটনা ঘটেছে তা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমেই হয়েছে । এই ব্যবস্থাপনার বদল হওয়া দরকার । এই সরকারের উপর থেকে নিচে পর্যন্ত ঘুণ ধরে গিয়েছে ৷ যত চাকরি সব এইভাবেই হচ্ছে । তার মধ্যে ইনি যদি ঢুকে থাকেন সেটা ঠিক হয়নি ।"

যদিও এই বিষয়টি নিয়ে সেভাবে মুখ খুলতে চাননি বৈশাখীর স্বামী শুভাশিস সরকার । কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এটা নিয়ে কোনও মন্তব্য না করাই ভাল ।"

আরও পড়ুন : 2014 Primary Recruitment Case : প্রাইমারি শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত পঞ্চায়েত সমিতির সদস্যর দুই মেয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.