ETV Bharat / state

2014 Primary Recruitment Case : প্রাইমারি শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত পঞ্চায়েত সমিতির সদস্যর দুই মেয়ে

author img

By

Published : Jun 15, 2022, 1:06 PM IST

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ 2014 সালে প্রাথমিকের নিয়োগে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রাথমিকে নিয়োগ হওয়া 269 জনকে বরখাস্তের নির্দেশ দিয়েছে আদালত (2014 Primary Recruitment Case) ৷

2014 Primary Recruitment Case
প্রাইমারি শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত পঞ্চায়েত সমিতির সদস্যর দুই মেয়ে

আরামবাগ,15 জুন : এসএসসি-র পর প্রাথমিকে চুড়ান্ত বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্ট 269 জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে, এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এযাবৎকাল পর্যন্ত বেতন ফেরৎ দিতে হবে ৷ চাকরি বাতিলের তালিকায় নাম আছে হুগলির আরামবাগের 68 জনের ৷ যার মধ্যে নাম আছে আরামবাগের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়ার দুই মেয়ে শিবানী খাঁড়া ও সীমা খাঁড়া কর্মকার (2014 Primary Recruitment Case)।

সূত্রের খবর, শুধু পঞ্চায়েত সভাপতির মেয়ে নয় এই বরখাস্তের তালিকায় নাম আছে গুনধর খাঁড়ার বিজনেস পার্টনারের ছেলে ও বৌমারও ৷ বরখাস্তের তালিকায় নাম থাকা ব্যক্তিদের চাকরি করা কালীন বেতন হিসাবে পাওয়া টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ এই দুর্নীতির সঙ্গে আরামবাগের এক শিক্ষক জড়িত বলেও জানা গিয়েছে ৷

এই প্রসঙ্গেই প্রাথমিকে স্থানীয় এক টেট উত্তীর্ণ প্রার্থী নাম করেই জানান, আরামবাগের তৃণমূল নেতাদের একাংশের টেট দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ ঠিকমত তদন্ত হলে হিমশৈলের চূড়া আবিষ্কৃত হবে।

আরও পড়ুন : 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.