ETV Bharat / state

মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টি, ধান-সহ সবজি চাষে ক্ষতির আশঙ্কা বর্ধমানে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:51 PM IST

Etv Bharat
টানা বৃষ্টিতে

Crops Damage for Continuous Rain: 2-3 দিন ধরে নাগাড়ে বৃষ্টি ৷ আর তাতেই ধান ও অন্যান্য সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন পূর্ব বর্ধমানের চাষিরা ৷ জমিতে জল দাঁড়িয়ে ৷ এই অবস্থায় চারা গাছ পচে যাওয়ার ভয়ে চিন্তিত চাষীরা ৷

বর্ধমান, 7 ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি । এর ফলে চিন্তায় পড়েছেন চাষিরা । ধান কাটা শুরু হলেও সেই ধান মাঠেই পড়ে আছে । আর বৃষ্টির জেরে সেই ধান নষ্ট হচ্ছে । এছাড়াও আলু-পেঁয়াজ-সর্ষে-কপি-সহ অন্যান্য সবজি চাষের ক্ষেত্রেও প্রভাব পড়ছে এই অকাল বৃষ্টির । ফলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন চাষিরা ৷

চাষিদের মতে, গত তিনদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে । তারও দু'দিন আগে থেকে আবহাওয়া কিছুটা মেঘলা ও স্যাঁতসেঁতে রয়েছে । ফলে এই আবহাওয়ার কারণে ফুলকপি চাষে রোগ পোকার আক্রমণে ক্ষতির আশঙ্কা থেকেই যায় । সর্ষে গাছেও ফুল ধরতে শুরু করেছে সবে । এই অবস্থায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার খুবই প্রয়োজন । পাশাপাশি আলুচাষের ক্ষেত্রেও এই আবহাওয়া মোটেই ভালো নয় । আলুতে ধসা রোগের উপসর্গ দেখা দিতে পারে ।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 ব্লকের বকপুর পঞ্চায়েতের জাকোর এলাকায় বৃষ্টির জেরে বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায় গিয়েছে । কালনার রামেশ্বরপুর এলাকায় চাষিরা আলু ও পেঁয়াজ চাষ শুরু করেছেন । গত দু'দিনের টানা বৃষ্টির জেরে চারা গাছের গোড়ায় জল দাঁড়াতে শুরু করেছে । চাষিদের মতে, গত দু-এক বছর আগেও টানা বৃষ্টির কারণে আলু ও পেঁয়াজ চাষে ক্ষতি হয়েছিল । ফলে এবারের আবহাওয়ার কারণে তারা ফের চিন্তায় পড়েছে ।

পূর্বস্থলীর চাষি নিখিল ঘোষ বলেন, "আমার আড়াই বিঘে জমি আছে । ধান কাটা অবস্থায় জমিতেই পড়ে আছে । বৃষ্টির কারণে ধান তুলতে পারছি না । দিনের পর দিন সারের দাম শ্রমিকদের মজুরির খরচ বাড়ছে । ট্র্যাক্টরের খরচ বেশি । ধানের দাম পাচ্ছি না । এই অবস্থায় যদি ধান ঘরে তুলতে না পারি তাহলে তো পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে ।"

কালনার আলু চাষি মথুর দাসের কথায়, "আমি দু-বিঘা জমিতে পেঁয়াজ ও আলু চাষ করেছি । এই বৃষ্টির জেরে আলু ও পেঁয়াজ পচে যাবে । দিন 15 আগে পেঁয়াজ চাষ শুরু করেছি । জমিতে গাছের গোড়ায় এক ইঞ্চি জল দাঁড়িয়ে গিয়েছে । ফলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে শুধু তাই নয় আলুর ক্ষেত্রেও পচে যেতে পারে ।"

পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন, "গতকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে । ধানচাষের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ এছাড়া আলু, পেঁয়াজ-সহ অন্যান্য সবজি চাষের ক্ষেত্রেও কী প্রভাব পড়েছে সব খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন :

1 কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির

2 চা শিল্পের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ নেই, ঘোষিত প্রকল্পে লাভবান হবে ক্ষুদ্র চাষিরা ?

3 কৃষিকাজের সুবির্ধাথে ড্রোনের ব্যবহার, আট মিনিটে এক একর জমিতে কীটনাশক প্রয়োগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.