ETV Bharat / state

Drone Use in Agriculture: কৃষিকাজের সুবির্ধাথে ড্রোনের ব্যবহার, আট মিনিটে এক একর জমিতে কীটনাশক প্রয়োগ

author img

By

Published : Mar 25, 2023, 10:18 PM IST

Drone Use in Agriculture
কৃষিকাজে ড্রোনের ব্যবহার

আধুনিক প্রযুক্তির যুগে এবার কৃষিকাজেও আধুনিকতার ছোয়া ৷ কৃষিকাজের সুবির্ধাথে ব্যবহৃত হচ্ছে ড্রোন (Drone Use in Agriculture) ৷ এতদিন এক একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে সময় লেগে যেত প্রায় প্রায় 6 থেকে 8 ঘণ্টা ৷ এবার এই ড্রোনের মাধ্যমে মাত্র আট মিনিটেই এক একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন । এর ফলে সাশ্রয় হবে চাষিদের সময়, শ্রম এবং অর্থ তিনটেই ।

কৃষিকাজের সুবির্ধাথে ড্রোনে কীটনাশক প্রয়োগ

জয়নগর, 25 মার্চ: প্রত্যন্ত সুন্দরবনের চাষিদের পাশে এসে দাঁড়িয়েছে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র । চাষিদের সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে ড্রোন পরিষেবা চালু করা হল নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফে । চাষের জমিতে চলছে ড্রোনের মাধ্যমে রাসায়নিক সার এবং জৈব কীটনাশক প্রয়োগের কাজ । কেন্দ্রীয় সরকারের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ দেশের নির্দিষ্ট কয়েকটি কৃষিবিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলকভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে ড্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে । এই অত্যাধুনিক কৃষি পরিষেবা পাচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচটি কৃষিবিজ্ঞান কেন্দ্র । তার মধ্যে অন্যতম জয়নগর নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র (Ramakrishna Ashram Krishi Vigyan Kendra) ।

দক্ষিণ 24 পরগনার জয়নগর 1 ও 2 নম্বর ব্লক ,মথুরাপুর, পাথরপ্রতিমা, কুলতলি, মন্দিরবাজার-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার চাষিরা এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের সুবিধা পাবেন ৷ এমনটাই জানালেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড: চন্দনকুমার মণ্ডল । তিনি জানান, এতদিন এক একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে প্রায় 6 থেকে 8 ঘণ্টা লেগে যেত ৷ আর এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র আট মিনিটেই এক একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন । এর ফলে এলাকার চাষিদের সময়, শ্রম এবং অর্থ তিনটেই সাশ্রয় হবে বলে তিনি জানান (Drone used to help farmers) ।

গত কয়েকদিন ধরে জয়নগর 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় চলছে পরীক্ষামূলকভাবে এই ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়া এবং নিম কীটনাশক প্রয়োগের কাজ । এভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে অল্প সময়ের মধ্যে নিজেদের জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করতে পেরে খুশি এলাকার চাষিরা । জয়নগর দু'নম্বর ব্লকের অন্তর্গত শাহজাদাপুর অঞ্চলের কাস্টমহল গ্রামের এক চাষি মুরারি মাখাল জানালেন, তাঁর এক একর জমিতে তিনি তুলা চাষ করেছেন । গত বছর পর্যন্ত ওই জমিতে তিনি সারাদিন ধরে হাতেই কীটনাশক স্প্রে করেছেন । কিন্তু এবার মাত্র আট মিনিটেই কৃষিবিজ্ঞান কেন্দ্র ড্রোন দিয়ে তাঁর পুরো জমিতে রাসায়নিক সার স্প্রে করে দিল ৷

Drone Use in Agriculture
কৃষিকাজের সুবির্ধাথে ড্রোনের ব্যবহার

10 লিটার রাসায়নিক সার অথবা কীটনাশক নিয়ে চাষের জমির নির্দিষ্ট ওপর থেকে এই ড্রোন আট মিনিটে পুরো এক একর জমি স্প্রে করতে সক্ষম । কাস্টমহল গ্রামের তুলো চাষের জমি থেকে জানালেন কৃষি বিজ্ঞানী সোমনাথ সরদার । তবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ড্রোন মারফত এভাবে কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ কতটা ফলপ্রসু হবে, সে ব্যাপারে শেষ কথা বলার সময় এখনও আসেনি বলে জানাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা । তাঁরা জানান, পরীক্ষামূলকভাবে এই ড্রোন প্রজেক্ট চালানো হচ্ছে ৷ আশা করা যাচ্ছে, এক বছরের মধ্যে তার উপকারিতার বিষয় পরিষ্কার হবে । কৃষক প্রফুল্ল মাখাল বলেন, "এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সময় অনেকটাই বাঁচবে ।"

আরও পড়ুন: তিন ইঞ্জিনিয়রের নতুন প্রযুক্তি, রাজ্যে কম দামে মিলবে কিষান ড্রোন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.