ETV Bharat / state

পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত 563 জন

author img

By

Published : May 18, 2021, 9:44 PM IST

COVID 19 Positive cases
ছবি

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 74.25 শতাংশ ৷ মৃত্যুর হার 0.91শতাংশ ।

বর্ধমান, 18 মে : রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন শুরু হলেও পূর্ব বর্ধমানে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় 563 জন করোনায় আক্রান্ত হলেন । মৃত্যু হয়েছে চারজনের । জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা 29,004 । সক্রিয় করোনা রোগী রয়েছেন 7203জন । সুস্থ হয়ে উঠেছেন 21 হাজার 536 জন । 24 ঘণ্টায় 4 জনের মৃত্যু হওয়ায় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 265 জন ।

আক্রান্তদের মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় 127 জন, বর্ধমান 1 ব্লকে 17 জন, বর্ধমান 2 ব্লকে 20 জন রয়েছেন ৷ এছাড়া জামালপুর ব্লকে 17 জন, কালনা 1 ব্লকে 22 জন, খন্ডঘোষ ব্লকে 26 জন, মেমারি 1 ব্লকে 20 জন, রায়না 1 ব্লকে 26 জন , রায়না 2 ব্লকে 24 জন আক্রান্তের হদিশ মিলেছে ৷ অন্য জেলা থেকে পূর্ব বর্ধমানে এসে 13 জন আক্রান্ত হয়েছেন ।

আক্রান্তদের মধ্যে 10 জনের দেহে উপসর্গ মিলেছে ৷ বাকি 553 জন উপসর্গহীন । 563 জনেরই কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, জেলায় সুস্থতার হার 74.25 শতাংশ ৷ মৃত্যুর হার 0.91শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.