ETV Bharat / state

Tortoise Rescue From Bardhaman Station : বর্ধমান স্টেশনে উদ্ধার 111টি কচ্ছপ, গ্রেফতার 2

author img

By

Published : Feb 14, 2022, 9:17 AM IST

Updated : Feb 14, 2022, 9:24 AM IST

বর্ধমান স্টেশন থেকে 111টি কচ্ছপ উদ্ধার (Tortoise Rescue From Bardhaman Station) ৷ গ্রেফতার 2 মহিলা ৷

Tortoise Rescue From Bardhaman Station
কচ্ছপ উদ্ধার

বর্ধমান, 14 ফেব্রুয়ারি : বর্ধমান স্টেশন থেকে দু'দফায় 111টি কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য (News of Tortoise Rescue) ৷ রবিবার ডাউন চম্বল এক্সপ্রেস থেকে প্রথমে 39টি কচ্ছপ উদ্ধার করে আরপিএফ । অন্যদিকে জিআরপি উদ্ধার করে 5 বস্তা কচ্ছপ । সেগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে রেল পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ।

রবিবার বর্ধমান স্টেশনের 5নং প্ল্যাটফর্মে চম্বল এক্সপ্রেস এসে দাঁড়ানোর পর রুটিন চেকিং শুরু করে আরপিএফ ৷ সেই সময় ট্রেনটির এস-1নং কামরা থেকে দুটি বস্তা থেকে 39টি কচ্ছপ উদ্ধার হয় । এরপর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আরও পাঁচটি বস্তা থেকে 72টি কচ্ছপ উদ্ধার করে রেলপুলিশ । এরপরই ঘটনায় সেখান থেকে দুই মহিলাকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম পান্নি ও সীমা । দু'জনই উত্তরপ্রদেশের পাকড়ি থানার সুলতানপুরের বাসিন্দা ।

বর্ধমান স্টেশন থেকে উদ্ধার 111টি কচ্ছপ
কচ্ছপগুলিকে উদ্ধার করে বর্ধমানে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপুলিশ । এর মধ্যে কিছু কচ্ছপকে ইতিমধ্যেই বন বিভাগের জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Tortoises rescued in Bandel : একশোটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল ব্যান্ডেল জিআরপি, গ্রেফতার এক

Last Updated : Feb 14, 2022, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.