Tortoises rescued in Bandel : একশোটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল ব্যান্ডেল জিআরপি, গ্রেফতার এক

By

Published : Dec 29, 2021, 7:46 AM IST

thumbnail

শেওড়াফুলি পর ব্যান্ডেল স্টেশনে উদ্ধার হল একশোটি বিরল প্রজাতির কচ্ছপ । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দেরাদুন এক্সপ্রেসে তল্লাশি চালায় ব্যান্ডেল জিআরপি (Bandel GRP recuses hundreds rare species tortoises) । এক ব্য়ক্তি একটি বড় বস্তা নিয়ে 2 নম্বর প্লাটফর্মের দিকে যাচ্ছিল । তাকে আটক করতেই ব্যাগ থেকে পাওয়া যায় কচ্ছপগুলি । উত্তরপ্রদেশে আমেঠির গান্ধিনগরের বাসিন্দা ওই চোরাচালানকারী যুবকের নাম বাবুলাল কাঞ্জার ৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনিভাবে বিক্রি করার জন্য কচ্ছপ পাচার করছিল সে । কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে । চলতি মাসের 23 তারিখ শ্রীরামপুর স্টেশনে দুন এক্সপ্রেস থেকেই 42টি কচ্ছপ-সহ একজনকে গ্রেফতার করা হয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.