ETV Bharat / state

আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 5

author img

By

Published : Mar 29, 2021, 9:03 PM IST

আউশগ্রামে 2 কিশোরীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ ৷ নির্যাতিতা 2 কিশোরী আপাতত বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

2-minor-girl-gang-raped-in-aushgram-purba-bardhaman-police-arrest-5-accused
আউশগ্রামে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 5

আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 29 মার্চ : আউশগ্রামে 2 কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ৷ রবিবার বিকেলে বাড়ির কাছে জঙ্গলের পাশে গল্প করছিল তারা ৷ অভিযোগ তখন স্থানীয় 5 যুবক তাদের জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায় ৷ সেখানেই তাদের ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতা দুই কিশোরী ৷ ঘটনায় 5 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে বাড়ির কাছে জঙ্গলের ধারে গল্প করছিল দুই কিশোরী ৷ অভিযোগ সেই সময় স্থানীয় 5 যুবক তাদের জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় ৷ সেখানেই তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ সন্ধ্যা হয়ে গেলেও মেয়েরা বাড়ি না ফেরায় পরিজনের খোঁজ শুরু করে ৷ তখন একটি পুকুরের ধারে তাদের দু’জনকে কান্নাকাটি করতে দেখেন পরিবারের সদস্যরা ৷ এমনকি তারা সেখানেই অসুস্থ হয়ে পড়েছিল ৷ এর পর তাদের থেকে ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকেরা পুলিশে খবর দেয় ৷

আরও পড়ুন : দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

নির্যাতিতা 2 কিশোরী পুলিশকে পুরো ঘটনা জানালে, তারা তদন্ত শুরু করে ৷ অন্যদিকে, রাতেই তাদের বন নবগ্রাম হাসপাতাল ও গভীর রাতে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ৷ সেখানে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ আপাতত তারা সেখানেই চিকিৎসাধীন ৷ অন্যদিকে, ওই দুই কিশোরীর কাছ থেকে অভিযোগ পেয়ে, পুলিশ আজ বিকেলে অর্জুন সোরেন, লখিন্দর হাঁসদা, শিব কিস্কু, সোমলাল বাস্কে এবং সুকল হাঁসদাকে গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.