ETV Bharat / state

IIT Kharagpur Researcher Death: আইআইটি খড়গপুরে এবার প্রাণ গেল ভিনরাজ্যের গবেষকের

author img

By

Published : Jun 22, 2023, 3:32 PM IST

Updated : Jun 23, 2023, 8:21 PM IST

ETV Bharat
আইআইটি খড়্গপুর

অসমের ফাইজান আহমেদের মৃত্যু রহস্যের কিনারা হয়নি ৷ তার মধ্যে মৃত্যু হল এক গবেষকের ৷ খড়্গপুরের ভারতীয় প্রযুক্তির অন্যতম বিখ্যাত এই প্রতিষ্ঠানে দুই পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

খড়গপুর, 22 জুন: ফের খড়গপুর আইআইটিতে রহস্য মৃত্যুর ঘটনা ৷ এবার এক গবেষকের মৃত্যুতে চাঞ্চল্য রাজ্য তথা দেশের এই প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ৷ এক্ষেত্রেও মৃত ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ যদিও কী কারণে এই মৃত্যু, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, এখনও অসমের ছাত্র ফাইজান আহমেদের মৃত্যুর রহস্যের কিনারা হয়নি ৷ তার মধ্যেই মৃত্যু হল গবেষক সুরিয়া দীপনের (22) ৷ তাঁর বাড়ি তামিলনাড়ুতে ৷

সূত্রে জানা গিয়েছে, গবেষক সুরিয়া দীপন মোট 89 দিন ক্লাস করেছে ৷ বুধবার খড়গপুর আইআইটির আরকে হলের 308 নম্বর রুমে ছিলেন তিনি ৷ সেখানে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় ৷ সে সময় ওই রুমে উপস্থিত সহপাঠী পিন্টু সাহা তা দেখতে পেয়ে স্থানীয় বিসি হাসপাতালে খবর দেন ৷ হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে এসে পৌঁছন ৷ এরপর সুরিয়ার ইসিজি করা হয় ৷ তাতেই দেখা যায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর গবেষকের ৷ এই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা (অস্বাভাবিক মৃত্যু) রুজু করে তদন্ত শুরু করেছে ৷ মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, পুলিশ ওই গবেষকের দেহ সংরক্ষণ করে রেখেছে ৷ পরে সুরিয়া দীপনের ময়নাতদন্ত হবে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটিতে ৷ এখানের হস্টেলে থেকে পড়াশোনা বহু পড়ুয়া উচ্চস্তরের পড়াশোনা করেন ৷ গত বছরের অক্টোবর মাসেই মৃত্যু হয়েছিল ফাইজান আহমেদের ৷ তারপর 7 মাসের মধ্যে ফের মৃত্যু ৷ 2022 সালের অক্টোবরে মৃত্যু হয়েছিল অসমের তিনসুকিয়ার বাসিন্দা আইআইটি খড়্গপুরের তৃতীয় বর্ষের স্টুডেন্ট ফাইজান আহমেদের ৷

এই ঘটনায় তাঁর পরিবার দাবি করেছিল, ফাইজানের মৃত্যু স্বাভাবিক নয় ৷ তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছাত্রের পরিবার ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার তাঁর দেহের পোস্টমর্টেম করা হয়েছে ৷ মামলা এখনও চলছে ৷ রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁকে হত্যা করা হয়েছে ৷

আরও পড়ুন: খড়গপুর আইআইটি'র ছাত্র মৃত্যুর তদন্তে আইপিএস কে জয়রমনের নেতৃত্বে সিট গঠন

Last Updated :Jun 23, 2023, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.