ETV Bharat / state

Chandrakona Municipality: চন্দ্রকোনা পৌরসভায় সচেতনতার কার্টুনে অর্থ অপচয়ের অভিযোগ বিরোধীদের

author img

By

Published : Mar 23, 2023, 9:08 PM IST

Chandrakona Municipality
চন্দ্রকোনা পৌরসভা

ডেঙ্গি ও মশাবাহিত রোগ ঠেকাতে দেওয়ালে কার্টুন এঁকে সচেতনতা প্রচার চন্দ্রকোনা পৌরসভার (Chandrakona Municipality) ৷ দুর্গন্ধ ভ্যাট, নোংরা নালা পরিষ্কার না-করে ম্যালেরিয়া রুখতে কার্টুন ও ছড়ার আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ স্থানীয় মানুষজন-সহ বিরোধীদের ৷

সচেতনতার কার্টুনে অর্থ অপচয়ের অভিযোগ বিরোধীদের

চন্দ্রকোনা, 23 মার্চ: ডেঙ্গি ও মশাবাহিত রোগ ঠেকাতে পৌর এলাকা জুড়ে সচেতনতা প্রচারে কার্টুন ও ছড়াকে হাতিয়ার করেছে চন্দ্রকোনা পৌরসভা (Chandrakona Municipality) । তাদের এই পদক্ষেপকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা । একদিকে দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি নালাগুলিতে জমা জল নিকাশের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ উগড়ে দিয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা । অপরদিকে নিকাশি নালা পরিষ্কার ও উপচে পড়া ভ্যাটগুলি নিয়মিত পরিষ্কার না-করে পৌরবাসীর করের টাকা অপচয়ের অভিযোগ তুলেছে বিরোধীরা ।

শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গি-সহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ও পৌরবাসীকে সচেতন করতে 12টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লা, স্কুল, বাজার চত্বর-সহ জনবহুল এলাকাগুলিতে দেওয়ালে দেওয়ালে ব্যাঙ্গচিত্র, কার্টুন আঁকার (Awareness Cartoons) এই উদ্যোগ নিয়েছে চন্দ্রকোনা পৌরসভা । এছাড়াও অব্যবহৃত পাত্রে জমা জল থেকে কী কী সমস্যা তৈরি হতে পারে, তা ছড়া ও কার্টুন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে । যত্রতত্র অপাত্রে জল জমতে না দেওয়ার আবেদনও জানানো হয়েছে ।

Chandrakona Municipality initiative
ডেঙ্গি ও মশাবাহিত রোগ ঠেকাতে দেওয়ালে কার্টুন এঁকে সচেতনতা

তবে একদিকে যখন ডেঙ্গি সচেতনতায় এহেন অভিনব উদ্যোগ নিয়ে প্রচারে নেমেছে পৌরসভা । অপরদিকে বেশ কয়েকটি ওয়ার্ডে পৌরসভার নিকাশি নালার সমস্যা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা । তেমনই একটি হল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বকেশ্বরপুর এলাকা ৷ এখানে নিকাশি নালার অব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে জমে রয়েছে জল ৷ যা মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে ৷ এর জেরে মশার উপদ্রব থেকে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা বলে অভিযোগ তাদের । ওই নিকাশি নালায় জমে থাকা জল দ্রুত নিকাশের ব্যবস্থার আবেদন জানিয়ে পৌরসভায় লিখিত আবেদনপত্র জমা দিয়েছে বাসিন্দারা ৷ তাও কোনও সুরাহা হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ ৷

বাসিন্দারা জানান, পৌরসভা বলছে বাড়ির আশপাশে জল জমতে দেওয়া যাবে না, যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না । কিন্তু পৌরসভার নিকাশি নালাগুলিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় তা থেকে মশার উপদ্রব ও দুর্গন্ধে বাস করা দায় হয়ে দাঁড়িয়েছে । যেখানে পৌরসভার নিকাশি নালাগুলিতেই জল জমে থাকার পাশাপাশি বিভিন্ন জায়গায় রাখা পৌরসভার আবর্জনা ফেলার ভ্যাটগুলি উপচে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকার অভিযোগ উঠছে, সেখানে ছড়া-কার্টুন চিত্র এঁকে পৌরসভার সচেতনতা প্রচার নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা ।

আর এই নিয়ে চন্দ্রকোনা পৌরসভাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও সিপিআইএম । নিকাশি নালা, ভ্যাটগুলি নিয়মিত পরিষ্কার-সহ মূল সমস্যাগুলি সমাধানের উদ্যোগ না-নিয়ে পৌরসভা মানুষের করের টাকা অপচয় করছে বলে দাবি বিরোধীদের । যদিও বিরোধীদের তোলা অভিযোগের উপর আমল নিতে নারাজ চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্র ৷ পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সমস্তরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি ।

আরও পড়ুন: পড়ুয়ার সংখ্যা মাত্র 12, স্কুল গেটে ঝুলছে স্থানীয়দের জামাকাপড় ; বেহাল প্রাথমিক বিদ্যালয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.