ETV Bharat / state

Death Sentence for Rape Convicts: ধর্ষণের পর খুন কলেজ ছাত্রীকে, পিংলার ঘটনায় দুই অভিযুক্তের ফাঁসির সাজা

author img

By

Published : Jul 25, 2023, 10:43 PM IST

2021 সালের মে মাসে এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে পিংলায় ৷ ঘটনায় দোষী সাব্যস্ত তিন জনের মধ্যে 2 ব্যক্তির ফাঁসির সাজা ও অপর মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত ৷

ETV Bharat
দোষী সাব্যস্ত অভিযুক্তরা

পিংলায় তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় 2 অভিযুক্তকে ফাঁসির সাজা

মেদিনীপুর, 25 সে জুলাই: 2021 সালের 3 মে পশ্চিম মেদিনীপুরের পিংলায় দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে । ধর্ষণের পর ওই তরুণীর গলায় অন্তর্বাস গলায় জড়িয়ে তাঁকে খুন করা হয় বলে দাবি করেছিল মৃতার পরিবার ৷ এই ঘটনায় দোষী সাব্যস্ত তিন জনের সাজা ঘোষণা হয়েছে মঙ্গলবার ৷ কলেজ পড়ুয়া ওই তরুণীর নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় দু'জনের ফাঁসি সাজা ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর আদালত ।

প্রায় দু'বছর ধরে বিচারপর্ব চলার পর এদিন মেদিনীপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ সেকেন্ড কোর্টের বিচারক কুসুমিকা দে মিত্র এই নির্দেশ দিয়েছেন । আদালত সূত্রে খবর, এই দোষীদের একজন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের বাসিন্দা ছোটু মুণ্ডা, আরেকজন পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বিকাশ মুর্মু ৷ এদের দু'জনেরই ফাঁসির সাজা হয়েছে ৷ অপরদিকে, পিংলার তেমাথানির আরেক অভিযুক্ত মহিলা তপতী পাত্রকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । দোষী সাব্যস্ত ছোটু মুণ্ডা, বিকাশ মুর্মু ও তপতী পাত্র তিনজনেই ঘটনার সময় মৃতার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিল ৷

আরও পড়ুন: বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য দত্তপুকুরে

ঘটনাক্রম হিসেবে বলা যায়, 2 বছর আগে মৃতার বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছিল ৷ বাবা, মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকতেন ওই তরুণী ৷ 2021 সালের 3 মে বাসান ধোয়ার জন্য বাড়ির বাইরে গিয়েছিল ওই তরুণী ৷ কিন্তু তারপর থেকে আর তরুণীর খোঁজ মেলেনি ৷ বহু জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ পাওয়া যায়নি। মৃতার মায়ের দাবি, সেই সময়ে বাড়িতে কর্মরত ওই রাজমিস্ত্রিদের মেয়ের কথা জিজ্ঞাসা করা হলেও তারা ভুল বোঝানোর চেষ্টা করে ৷ এরপরেই পরিবারের সন্দেহ হয় ৷ পরে গলায় অন্তর্বাস জড়ানো পুরনো বাড়ির পিছন থেকেই তরুণীর দেহ উদ্ধার হয় ৷ তারপরেই এলাকা থেকে পালানোর চেষ্টা করে এই তিন রাজমিস্ত্রি ৷ এরপর প্রতিবেশীরা তাদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় ৷

আরও পড়ুন: স্কুল শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, সাত দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের

মেয়ের খুনিরা শাস্তি পাওয়ায় ঘটনায় খুশি মৃতার পরিবার । তরুণীর মা বলেন, "মেয়ের কত ইচ্ছে ছিল পড়াশোনা করে সংসারের হাল ধরবে এবং জীবনে বড় হবে । কিন্তু সেই মেয়েকে আমরা আর ফিরে পাব না । তবে দোষীরা শাস্তি পেল এতেই খুশি।" অন্যদিকে, সরকারি পক্ষের আইনজীবী দেবাশিস মাইতি জানান, পিংলা থানা এলাকার এই ঘটনায় 27 জন সাক্ষ্য দেন । ওই ঘটনায় দুজনের ফাঁসির নির্দেশ ছাড়াও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.