ETV Bharat / state

Bus Accident at Kharagpur: শহিদ সমাবেশ থেকে ফেরার পথে খড়গপুরে বাস দুর্ঘটনায় মৃত 1, আহত অনেক

author img

By

Published : Jul 21, 2023, 8:31 PM IST

21st July Shahid Diwas at Dharmatala: তৃণমূলের শহিদ সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে কর্মী-সমর্থক বোঝাই বাস ৷ মৃত্যু হয়েছে বছর তিরিশের বিকাশ টুডু নামে এক তৃণমূল কর্মীর ৷ আহত হয়েছেন কমপক্ষে 52 জন যাত্রী ৷ সকলেই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ৷

Etv Bharat
খড়গপুরে বাস দুর্ঘটনা, মৃত 1

তৃণমূলের শহিদ সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে কর্মী-সমর্থক বোঝাই বাস

খড়গপুর, 21 জুলাই: কলকাতা থেকে শহিদ দিবসের সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই বাস । খড়গপুরে রূপনারায়ণপুরের ব্রিজে উঠতে গিয়ে পিছলে যায় বাসটি ৷ দু'পালটি খেয়ে নিচে পড়ে যায় যাত্রীবোঝাই বাস । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশ টুডু নামে বছর তিরিশের এক কর্মীর ৷ আহত হয়েছেন কমপক্ষে 52 জন ৷ ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করেছে ৷ তাঁদের চিকিৎসরা জন্য ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

দুর্ঘটনার পরেই আহতদের সাহায্য করতে মেদিনীপুরে হাসপাতালে আসেন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা । তিনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, "পুরুলিয়ার বান্দোয়ান থেকে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে বাসটি গিয়েছিল এবং ফেরার পথে খড়গপুর রূপনারায়ণপুরের ব্রিজের ওঠার মুখে দুর্ঘটনার কবলে পড়ে । বৃষ্টি হচ্ছিল এবং বাসটির গতিবেগ বেশি ছিল ৷ সেই কারণে ব্রিজে উঠে বাঁক নেওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দু'বার পালটি খেয়ে পড়ে যায় ৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ আমরা সব কিছু খতিয়ে দেখছি এবং আহতদের চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করেছি ৷ ঘটনায় আমরা খুবই শোকাহত।"

আরও পড়ুন: বিরোধী নেতারা রাজি হলে মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি দল নিয়ে মণিপুর যেতে চান মমতা

উল্লেখ্য, 21 জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে প্রত্যেক বছর ধর্মচলা চত্বরে শহিদ দিবস পালন করা হয় ৷ জেলাজুড়ে অসংখ্য কর্মী-সমর্থকরা উপস্থিত হন এইদিন ৷ সেই সমাবেশ শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৷ ঘটনাস্থলে আসেন খড়গপুরের পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষজন। তারাই বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে কিছু জনকে খড়গপুর হাসপাতালে এবং কিছু জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চিকিৎসার জন্য পাঠান ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধারকার্য চালায় ৷ পাশাপাশি, এলাকায় যানজট হাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করেছে পুলিশ ও প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.