ETV Bharat / state

দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম 4

author img

By

Published : Nov 16, 2020, 11:11 PM IST

Bomb blastat at Dantan
Bomb blastat at Dantan

তৃণমূলের অভিযোগ, BJP- র তরফে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে ৷

দাঁতন, 16 নভেম্বর : দাঁতনের খন্ডরুই গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ । জখম 4 জন ৷ তৃণমূলের অভিযোগ, BJP- র তরফে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ তাদের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে ৷

দাঁতনের দু'নম্বর ব্লকের খন্ডরুই গ্রামে টিঙ্কু মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে আজ বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ টিঙ্কু মল্লিক এলাকায় বেশ প্রভাবশালী বলে পরিচিত । মাছ চাষের জন্য তাঁর একটি পুকুর আছে ওই গ্রামে ৷ পুকুরের পাশের ঘরে বোমা বাঁধার কাজ চলত বলে অভিযোগ BJP-র ৷ বোমা বাঁধার কাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা ৷ বিস্ফোরণের জেরে ভেঙে যায় ওই ঘরের কাঁচা মাটির দেওয়াল ৷ উড়ে যায় অ্যাসবেস্টারের ছাউনি ৷ ঘটনায় জখম হয় 4 জন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ জখমদের উদ্ধার করে প্রথমে দাঁতন স্বাস্থ্যকেন্দ্র পরে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ৷

দাঁতনের BJP-র মন্ডল সভাপতি মানস ভুঁইয়ার অভিযোগ, পুরো ঘটনার জন্য দায়ি তৃণমূল । তৃণমূলের টিঙ্কু মল্লিক দীর্ঘদিন ধরেই এলাকায় বোমা বাঁধার কাজ করতেন । আর সেই বোমা প্রায়ই তাঁদের দলীয় কর্মীদের ওপর হামলা চালানোর কাজে ব্যবহার করতেন । বিভিন্ন সময় পুলিশ বিনা কারণে বোমা বাঁধার অভিযোগে BJP নেতাদের থানায় নিয়ে গিয়ে আটক করে রাখত ৷ কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ তিনি আরও অভিযোগ করেন, আগে অনেকবারই পুলিশকে জানানো হয়েছে ৷ কিন্তু কোনও লাভ হয়নি । আজকের ঘটনায় পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল ৷ বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনা ঘটে ৷

দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম 4

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "পুরো ঘটনার জন্য দায়ি BJP ৷ BJP প্রায় সময় এ ধরনের বোমা তৈরি করে রাখে এবং তাঁদের কর্মীদের উপর হামলা করার জন্য ব্যবহার করে । আজকেও তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ৷ কারণ সম্প্রতি তৃণমূলের সম্মেলনে প্রচুর লোক হয়েছিল যা দেখে BJP ভয় পেয়ে গেছে । আর সেই কারণেই তারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.