ETV Bharat / state

TMC Candidate Passes Away: পাণ্ডবেশ্বরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মদন বাউরি প্রয়াত

author img

By

Published : Jun 29, 2023, 1:59 PM IST

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা এবারের প্রার্থী তৃণমূলের মদন বাউরি প্রয়াত ৷ তিনি দু’দফায় সিপিএমের বিধায়ক ছিলেন ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ খনি অঞ্চলের রাজনৈতিক মহল ৷

TMC Candidate Passes Away
TMC Candidate Passes Away

পাণ্ডবেশ্বরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মদন বাউরি প্রয়াত

দুর্গাপুর, 29 জুন: মারা গেলেন নেতা মদন বাউরি ৷ তিনি দু'বারের বিধায়ক ছিলেন ৷ তাছাড়া তিনি পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতিও ছিলেন ৷ তিনি এবারের পঞ্চায়েত ভোটে প্রার্থীও হয়েছিলেন ৷ বৃহস্পতিবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর । অত্যন্ত জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা ৷

সিপিএম নেতা মদন বাউড়ি: মদন বাউরির বাড়ি হাইস্কুল পাড়ায় ৷ তিনি আগে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন । সিপিএমের হয়ে সেই সময় উখরা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে দু’বার বিধায়ক হন মদন বাউরি । তফসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত এই আসনে বাম প্রার্থী হিসাবে প্রথমবার বিধায়ক হন 2001 সালে । দ্বিতীয়বার বিধায়ক হন 2006 সালে দু’বারই তিনি বিধায়ক নির্বাচিত হন তৎকালীন উখড়া বিধানসভা থেকে ।

আরও পড়ুন: প্রচারের ফাঁকে সিপিআই কার্যালয়ে হঠাৎ হাজির তৃণমূল বিধায়ক, কিন্তু কেন

সিপিএম থেকে তৃণমূলে যোগ: 2018 সালে দলবদল করে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে । সেবার তৃণমূল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলে সভাপতির দায়িত্ব পান মদন বাউরি । এবারও বহুলা অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির পদে দল তাঁকে প্রার্থী করেছিল । এলাকায় প্রচারও শুরু করেছিলেন তিনি । গতকাল পর্যন্ত তিনি দলীয় কর্মীদের সঙ্গে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন । বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় ।

স্থানীয়রা বলছেন, অত্যন্ত দক্ষ সংগঠক হিসাবে তিনি খনি অঞ্চলে পরিচিত ছিলেন । খনি অঞ্চলের আর পাঁচজন ‘ডাকাবুকো’ নেতার মতো এই নেতাকে সংগঠন করতে দেখা যায়নি । স্বল্পভাষী এই মানুষটি আগাগোড়াই দেখা যেত নীরবে মানুষের কাজ করে যেতে । নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগেই এমন একজন সংগঠকের মৃত্যুতে স্বাভাবিকভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ল শাসক দল ।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারাবনির 3টি পঞ্চায়েত 'দখল' তৃণমূলের

তৃণমূলের বক্তব্য: পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ দলীয় বহু নেতা-কর্মীরা সকালে মদন বাউরির মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ । বহুলাতে মদন বাউরির বাড়িতে শাসক ও বিরোধী দলের বহু নেতা-কর্মীরা যান । নরেন্দ্রনাথ চক্রবর্তী ফোনে বলেন, "মদনদা তৃণমূল কংগ্রেসে আসার পর নিরলস পরিশ্রম করে চলেছিলেন খনি অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য । তুমি মানুষের সঙ্গে থাকতেন । তার এভাবে চলে যাওয়া আমাদের কাছে এক বিরাট ক্ষতি । রাজনৈতিক অভিভাবকের মতো তুমি আমাদেরকে সব সময় পথ দেখাতেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.