ETV Bharat / state

Panchayat Elections 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারাবনির 3টি পঞ্চায়েত 'দখল' তৃণমূলের

author img

By

Published : Jun 16, 2023, 12:44 PM IST

Updated : Jun 16, 2023, 2:05 PM IST

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারাবনির 3টি আসন নিজেদের দখলে করল শাসক শিবির ৷ সেখানকার বিধায়ক বিধান উপাধ্যায়ের দাবি, বাকি 7টি পঞ্চায়েতেও তৃণমূলের প্রধান বসবেন ৷ তবে, এই ঘটনায় বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

পানুরিয়া পঞ্চায়েতে তৃণমূলের বিজয় উৎসব

বারাবনি (আসানসোল), 16 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের পর্ব শেষ ৷ তারপরই আসানসোলের বারাবনি ব্লকে সবুজ আবির উড়তে শুরু করেছে ৷ ব্লকের পাঁচগাছিয়া এবং পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের দাবি, পাঁচগাছিয়া, পানুরিয়া ছাড়াও জামগ্রাম পঞ্চায়েতেও তৃণমূলেরই প্রধান বসছে ৷ বাকিগুলোও তাঁদের দখলেই থাকবে ৷ সমিতিরও দখল নেবে শাসক শিবির ৷

বারাবনির পাঁচগাছিয়া তৃণমূলের গড় বলেই রাজনৈতিক মহলে পরিচিত ৷ প্রয়াত দক্ষিণপন্থী নেতা মানিক উপাধ্যায়ের খাসতালুক ছিল এই এলাকা ৷ জনশ্রুতি ছিল, মানিকবাবুর দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খায় ৷ সেই মানিক উপাধ্যায়ের ছেলে বিধান উপাধ্যায় বারাবনির তিনবারের বিধায়ক ৷ পাশাপাশি আসানসোল পৌরনিগমের মেয়রও তিনি ৷ বিধান উপাধ্যায়ের নেতৃত্বেই বারাবনি ও সালানপুরে পঞ্চায়েত ভোটে লড়াই করছে তৃণমূল ৷

গত দু’টি পঞ্চায়েত নির্বাচনেও বারাবনিতে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল তৃণমূলের ৷ মনোনয়ন পেশে পর এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যেই তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল ৷ বাকি 7টি পঞ্চায়েত শাসক দলের দখলেই থাকবে বলে দাবি বিধান উপাধ্যায়ের ৷ পঞ্চায়েত সমিতিও তৃণমূল বিনা বাধায় দখল করতে চলেছে বলে দাবি করেছেন বারাবনির বিধায়ক ৷

আরও পড়ুন: উলট পুরাণ ! বিরোধীদের বাড়ি থেকে নিয়ে এসে মনোনয়নের ব্যবস্থা পুলিশের

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে ৷ একে একে পঞ্চায়েত দখলের খবর আসতেই সবুজ আবিরে বিজয়োল্লাস করতে শুরু করে তৃণমূল ৷ পানুরিয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ সিংহ জানান, "আমরা দলবদ্ধভাবে উন্নয়নের কাজ করেছি তাই এই ফল ৷ এখানে বিরোধী বলে কিছুই নেই ৷ আবারও আমরা দারুণভাবে কাজ করব ৷ অনেক শিক্ষিত নতুন ছেলেমেয়েকে এবারে প্রার্থী করা হয়েছে ৷"

আরও পড়ুন: 'শয়তানের খেলা শেষ হবে', সন্ত্রাসের আবহে বিবৃতি জারি রাজভবনের

বিজয়োল্লাসের পাশেই অবশ্য সমালোচনার স্বরও শোনা যাচ্ছে ৷ বারাবনি ব্লকে মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ সিপিআইএম প্রার্থীদের ডিসিআর কেড়ে নেওয়া, মারধর করার অভিযোগ উঠেছিল ৷ এ বিষয়ে বিধায়ক বলেন, "ওরা কেউ প্রার্থী খুঁজে পায়নি ৷ আমরা সবাইকে মনোনয়ন করতে দিয়েছি ৷ বাড়ির সবাই মিলে, এমনকী পরিচারিকাকে ধরে বিরোধীরা মনোনয়ন করিয়েছে ৷ তাতেও যা দেখতে পাচ্ছি সব গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমরা দখল করতে চলেছি ৷ আর যে দলটা সন্ত্রাস বলে রব তুলছে, তারা যদি পুনরায় আসে তবে আবার 2011-র আগের পরিস্থিতি তৈরি হবে রাজ্যে ৷"

Last Updated :Jun 16, 2023, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.