ETV Bharat / state

Asansol Municipal Corporation: 87 লক্ষ টাকা গরমিলের অভিযোগে তদন্তের নির্দেশ পৌরসচিবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 7:35 PM IST

Asansol Municipal Corporation
আসানসোল পৌরনিগম

আসানসোল পৌরনিগমে 87 লক্ষ টাকা গরমিলের অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন পৌরসচিব ৷ আইনি উপদেষ্টা সুদীপ্ত ঘটককে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ।

আসানসোল, 23 অগস্ট: 2020 সালে প্রায় 87 লক্ষ টাকা তছরুপের ঘটনায় এবার নড়েচড়ে বসল আসানসোল পৌরনিগম । পৌরসচিব শুভেন্দু বসু পৌরনিগমের আইনি উপদেষ্টা সুদীপ্ত ঘটককে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

গতমাসের বোর্ড মিটিংয়ে কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবর অভিযোগ তুলেছিলেন, 2020 সালে আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে 86 লক্ষ 86 হাজার 989 টাকা গরমিল হয়েছিল । সবাই এমন দাবিতে চমকে গিয়েছিলেন । এমনকী মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছিলেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না । যার ফলে আরও শোরগোল পড়ে যায় ৷

কী ঘটনা ঘটেছিল?

গত 27 জুলাই আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবর অভিযোগ করেন, আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে 2020 সালের ডিসেম্বরের শেষ দিকে গরমিল ধরা পড়ে । 86 লক্ষ 86 হাজার 989 টাকা পৌরনিগমের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি । বিষয়টি নিয়ে তদন্ত করতে আসানসোল পৌরনিগম থেকে অধিকারিকরা কুলটি বরো অফিসে যান । সেদিন 1 লক্ষ 76 হাজার 256 টাকা জমা দিতে কুলটি এলাকার ব্যাংকে গিয়েছিলেন এক পৌরকর্মী । কিন্তু সেই টাকা জমা না দিয়েই উধাও হয়ে যান তিনি । আজও নাকি তাঁর খোঁজ নেই ।

আরও পড়ুন: ৮৭ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ আসানসোল পৌরনিগমে ! জানেনই না মেয়র

কিন্তু প্রায় 87 লক্ষ টাকার মোট গরমিল হলেও পৌরনিগমের পক্ষ থেকে কোনও এফআইআর করা হয়নি বা তদন্ত করা হয়নি বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেসের এই কাউন্সিলর । কিন্তু তারপরেও টনক নড়েনি পৌরনিগমের । তাই বিষয়টি নিয়ে গোলাম সরোবর পৌরসচিবকে একটি চিঠি দেন । তারই পরিপ্রেক্ষিতে আসানসোল পৌরনিগমের সচিব শুভেন্দু বসু বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেন । তিনি পৌরনিগমের ফিনান্স বা অর্থ দফতরের সর্বোচ্চ আধিকারিক ফিনান্স অফিসার ও আইনী পরামর্শদাতাকে চিঠি দিয়ে অবিলম্বে এই অভিযোগের তদন্ত শুরু করতে বলেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.