ETV Bharat / state

INTTUC-র উদ্যোগে কমিউনিটি কিচেনের প্রশংসায় জিতেন্দ্র তিওয়ারি

author img

By

Published : May 3, 2020, 5:52 PM IST

দুর্গাপুরের তৃণমূলের অন্যতম প্রধান মুখ প্রভাত চট্টোপাধ্যায় এই কঠিন সময়ে কমিউনিটি কিচেন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষকে রান্না করা খাবার পরিবেশন করে চলেছেন । তাঁর এই কাজের প্রশংসায় আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।

কমিউনিটি কিচেন
কমিউনিটি কিচেন

দুর্গাপুর, 3 মে : দুর্গাপুরে কয়েক মাস আগে প্রশাসনিক বৈঠকে দুর্গাপুর নগরনিগমের মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে শ্রমিক সংগঠন চালনা করা নিয়ে ভৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলা কমিউনিটি কিচেনের প্রশংসা করলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । দুর্গাপুরের তৃণমূলের অন্যতম প্রধান মুখ প্রভাত চট্টোপাধ্যায় এই কঠিন সময়ে কমিউনিটি কিচেন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষকে রান্না করা খাবার পরিবেশন করে চলেছেন ।

দীর্ঘদিন ধরেই দুর্গাপুরের গোপালমাঠে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র উদ্যোগে চলছে কমিউনিটি কিচেনের আয়োজন । হাজার হাজার মানুষকে প্রতিদিন রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে সেখানে । আজ মাছের ঝোল, তরকারি, ভাত বিতরণ করা হয় এই কমিউনিটি কিচেনে । তা পরিদর্শনে এসে প্রশংসা করলেন জিতেন্দ্র তিওয়ারি । তিনি বলেন,"পশ্চিম বর্ধমানের INTTUC-র অন্যতম নেতা প্রভাত চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে এক সঙ্গে কমিউনিটি কিচেনের আয়োজন করতে দেখে বোঝা গেল আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক । আমরা অসময়ে মানুষের সঙ্গে আছি । শুধু রাজনৈতিক ফায়দা তুলতে নয়, বিপদে পড়া মানুষকে দু'বেলা দু'মুঠো খাবার তুলে দিচ্ছে এই কমিউনিটি কিচেন । তাই প্রভাতবাবু এবং তার অন্যান্য সহযোগীকে ধন্যবাদ জানাই ।"

উল্লেখ্য কয়েক মাস আগে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রভাত চট্টোপাধ্যায়কে ভৎসনা করেছিলেন । তিনি যাতে আর শ্রমিক সংগঠন দেখাশোনা না করেন তেমন কথাও জানিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের লড়াকু নেতা হাল ছাড়েননি । তিনি যে শ্রমিকদের প্রকৃত নেতা তার প্রমাণ দিয়ে চলেছেন কমিউনিটি কিচেনের মধ্য দিয়ে । লকডাউনের জেরে বিপাকে পড়া দীন-দরিদ্র মানুষকে সুস্বাদু রান্না করা খাবার তিনি যোগান দিয়ে চলেছেন । শুধু তাই নয়, দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ থেকে দুস্থ মানুষদের পাশে সবসময় রয়েছেন তিনি । আজ তাঁর পাশে দাঁড়ালেন জিতেন্দ্র তিওয়ারিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.