ETV Bharat / state

Raniganj Kalbaishakhi : রানিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভাঙল বিশাল গাছ, সমস্যা যাতায়াতে

author img

By

Published : May 4, 2022, 9:53 AM IST

রানিগঞ্জের নন্দন কলোনিতে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছিল বিশাল বড় একটি গাছ (Kalbaishakhi Strom in Raniganj) ৷ ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের তার ৷ রাস্তার উপর গাছ ভেঙে পড়ে থাকায় স্বাভাবিক ভাবেই যাতায়াতের সমস্যা তৈরি হয় ৷

Raniganj Kalbaishakhi News
রানিগঞ্জে ঝড়ে ভেঙে পড়ে বিশাল বড় গাছ

রানিগঞ্জ, 4 মে : কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে বিশাল আকারের একটি গাছ ৷ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় অন্ধকারাচ্ছন্ন হয় গোটা এলাকা ৷ রাস্তার উপর বিশাল গাছের বড় বড় ডালপালা ভেঙে পড়ে থাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষকে ৷ ঘটনাটি ঘটে রানিগঞ্জের নন্দন কলোনিতে (Kalbaishakhi Strom in Raniganj) ।

মঙ্গলবার দুপুর নাগাদ কালবৈশাখী ঝড়ে রানিগঞ্জের নন্দন কলোনির সামনে বিশাল আকারের একটি গাছ ভেঙে পড়ে । তার জেরে দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের যাতায়াত বন্ধ হয়ে যায় । এই জাতীয় সড়ক বন্ধ থাকায় গাড়ি নিয়ে যাতায়াতের জন্য প্রায় 1 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । চরম সমস্যায় পড়েছেন তাঁরা ।

রানিগঞ্জের নন্দন কলোনির সামনে ভেঙে পড়া গাছটি

আরও পড়ুন : রতুয়ায় কালবৈশাখী ঝড়ে ভাঙল বহু কাঁচা বাড়ি

পাশাপাশি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রানিগঞ্জের পিএইচই পানীয় জল সরবরাহের ট্যাঙ্কের দেওয়ালটিও ৷ বিদ্যুতের তারও ছিঁড়ে যায় গাছ ভেঙে যাওয়ায় । স্থানীয়রা প্রশাসনকে সমস্যার কথা জানিয়েছেন । প্রশাসনের তরফ আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে গাছটিকে কেটে সরিয়ে দেওয়া হবে ৷ সার্ভিস রোডে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.