ETV Bharat / state

Kalbaishakhi Strom Ratua : রতুয়ায় কালবৈশাখী ঝড়ে ভাঙল বহু কাঁচা বাড়ি

author img

By

Published : Apr 30, 2022, 5:42 PM IST

Many Houses were Destroyed Due to Kalboishakhi Storm in Ratua
Many Houses were Destroyed Due to Kalboishakhi Storm in Ratua

কালবৈশাখী ঝড়ে বাড়িঘরের ক্ষতি হল রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজনগর ও বামোনগোলা ব্লকের বহু এলাকায় ৷ প্রায় 30 থেক 35টি কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে ঝড়ের দাপটে (Many Houses were Destroyed Due to Kalbaishakhi Storm in Ratua) ৷

মালদা, 30 এপ্রিল : শুধু কৃষিক্ষেত্রেই নয়, গতকাল রাতের কালবৈশাখীতে ক্ষতি হয়েছে ঘরবাড়ির (Many Houses were Destroyed Due to Kalbaishakhi Storm in Ratua) ৷ মালদার রতুয়া-2 ব্লকের মহারাজনগর এবং বামনগোলা ব্লকের জগদলা, চাঁদপুর ও ভবানীপুর এলাকায় বেশ কিছু বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কালবৈশাখীতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বামনগোলা ব্লকে ৷

যদিও কালবৈশাখীতে ক্ষয়ক্ষচির পরিমাণ নিয়ে, বামনগোলার বিডিও রাজু কুণ্ডু এ নিয়ে বিশদে কিছু জানাতে চাননি ৷ ইংরেজবাজারের সাটটারি এলাকাতেও কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে একটি বেসরকারি স্কুলও রয়েছে । চাষবাস ও বাড়িঘরের পাশাপাশি বহু জায়গায় ঝড়ে গাছ ভেঙে পড়েছে ৷ এখনও অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বলে জানা গিয়েছে ৷

Kalbaishakhi Strom Ratua : রতুয়ায় কালবৈশাখী ঝড়ে ভাঙল বহু কাঁচা বাড়ি

বামনগোলার চাঁদপুর এলাকার বাসিন্দা হারুন আলি বলেন, “রাত 8টা নাগাদ হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় ৷ ঝড়ে এই এলাকার 30-35টি বাড়ির ক্ষতি হয়েছে ৷ টিনের চালা উড়ে গিয়েছে ৷ ইলেকট্রিক পোল উপড়ে গিয়ে তার ছিঁড়ে গিয়েছে ৷ ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ নেই ৷ শুধু ঘরবাড়িই নয়, আম ও পানচাষেও প্রচুর ক্ষতি হয়েছে ৷’’

আরও পড়ুন : Durgapur Hailstorm : দুর্গাপুরে স্বস্তির বৃষ্টি, সঙ্গী শিল

মালেকা বিবি নামে এক মহিলা জানিয়েছেন, “গতকাল রাতের ঝড়ে আমার ঘরের চাল ভেঙে গিয়েছে ৷ শোওয়ার ঘর আর রান্নাঘরের ছাদের চালা এখন আর নেই ৷ ছেলেকে নিয়ে আমি একাই বাড়িতে থাকি ৷ সরকারি কিছু সাহায্য পেলে আমার খুব ভাল হয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.