ETV Bharat / state

DVC Water Release: মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়া কম করল ডিভিসি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 1:28 PM IST

Updated : Oct 3, 2023, 8:08 PM IST

DVC Reduced Release of Water: বাংলার সাত জেলায় বন্যার আশংকা করছে প্রশাসন ৷ ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে ডিভিসি-র তরফ থেকে জল ছাড়ার কারণেই এই আশংকা করা হচ্ছে ৷ তবে আশার খবর, মঙ্গলবার মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে কম জল ছেড়েছে ডিভিসি ৷

DVC Water Release
DVC Water Release

মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়া কম করল ডিভিসি

আসানসোল ও দুর্গাপুর, 3 অক্টোবর: খানিকটা হলেও স্বস্তির খবর । মাইথন, পাঞ্চেত থেকে ক্রমাগত জল ছাড়া কম করছে ডিভিসি । মঙ্গলবার সকাল 11টা নাগাদ থেকে পাঞ্চেত থেকে 60 হাজার কিউসেক এবং মাইথন থেকে 30 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে । যা গতকাল সোমবারের তুলনায় খানিকটা কম । নতুন করে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত না হলে জল ছাড়ার পরিমাণ আরও কমে আসবে বলে ডিভিসি সূত্রের খবর । ফলে দুর্গাপুর ব্যারেজে চাপ কমবে । রাজ্যে বন্যা পরিস্থিতির যে আশংকা করা হচ্ছে, তার থেকে রেহাই মিলতে পারে । তবে সবটাই নির্ভর করছে বৃষ্টিপাতের উপর ।

ঝাড়খণ্ডে অতি বৃষ্টিপাতের কারণে তিলাইয়া ড্যাম থেকে প্রচুর জল ছাড়া হয় । যা পাঞ্চেত জলাধারে এসে জমা হয় । অন্যদিকে বরাকর নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় মাইথন জলাধারও ভরে যায় । বিপদসীমার উপর দিয়ে জল বইছিল । তাই সোমবার থেকেই জল ছাড়া শুরু করে ডিভিসি । গতকাল 1 লক্ষ কিউসেক হারে জল ছাড়া শুরু করে তারা । যা 1 লক্ষ 30 হাজার কিউসেক পর্যন্ত যায় । বন্যার হলুদ সতর্কতাও জারি করে ডিভিসি । গতকাল পাঞ্চেত থেকে 75 হাজার কিউসেক এবং মাইথন থেকে 55 হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল ।

DVC Water Release
দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কম থাকায় জল ছাড়ার পরিমাণও কমানো হয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে । ডিভিসি সূত্রের খবর, সকাল 11টা নাগাদ থেকে মাইথন থেকে 30 হাজার ও পাঞ্চেত থেকে 60 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে ।

DVC Water Release
দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

মঙ্গলবার সকালেও জানানো হয়েছে, মাইথন জল ছাড়া কমলেও পাঞ্চেত জলাধার থেকে বেশি পরিমাণে জলছাড়া অব‍্যাহত রয়েছে । মঙ্গলবার সকালে পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ 75 হাজার কিউসেক করা হয় বলে জানা গিয়েছে । অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমে 35 হাজার কিউসেক করা হয় । যদিও বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমানো হয়েছে । বেলা 11টার খবর অনুযায়ী, মাইথন থেকে 30 হাজার এবং পাঞ্চেত থেকে 60 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে ।

DVC Water Release
দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

এই খবরে সাময়িক স্বস্তি এসেছে । যদি বৃষ্টিপাত আর তেমন ভাবে না হয়, সেক্ষেত্রে আরও হ্রাস হবে জল ছাড়া । তবে প্লাবনের ভ্রুকূটি এখনও থাকছে । জল দু’টি জলাধারেই বিপদসীমার উপর দিয়ে বইছে । যদি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে আরও জল ছাড়া হবে বলে ডিভিসি সূত্রে খবর । আর তা যদি হয়, তাহলে প্লাবিত পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলার নদী সংলগ্ন এলাকাগুলি ।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে পুজোর আগেই সাত জেলায় বন্যার আশংকা, সতর্ক থাকার নির্দেশ নবান্নের

এদিকে মঙ্গলবার বেলা 11টার সময় দুর্গাপুর ব্যারেজ থেকে 1 লক্ষ 28 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ৷ দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 1 লক্ষ 34 হাজার 700 কিউসেক জল ছাড়া হয়েছে । এই জল ছাড়ার জেরে দামোদর তীরবর্তী এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে ।

Last Updated :Oct 3, 2023, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.