ETV Bharat / state

গ্রামে নেই রাস্তা, পরবে গিয়ে হতবাক বিধায়ক অগ্নিমিত্রা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 9:24 PM IST

BJP MLA Agnimitra Paul: বাঁধনা পরবে আদিবাসী গ্রামে গিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পলের নজরে আসে গ্রামের ভাঙাচোরা রাস্তা ৷ তারপরই রাস্তা তৈরির আশ্বাস দেন গ্রামবাসীদের ৷ বিধায়ক তহবিল থেকে হবে এই রাস্তা ৷

Etv Bharat
Etv Bharat

পরবে গিয়ে হতবাক বিধায়ক অগ্নিমিত্রা

আসানসোল, 16 জানুয়ারি: আদিবাসীদের বড় উপহার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের ৷ বিধায়ক তহবিল থেকে রাস্তা তৈরির আশ্বাস দিলেন আদিবাসী গ্রামের বাসিন্দাদের ৷ সোমবার বিকেলে বাঁধনা পরব উপলক্ষে আসানসোলের সালডাঙা গ্রামে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ গ্রামে ঢোকার সময়ে দেখেন পাকা রাস্তা নেই ৷ তারপরই বিধায়ক তহবিল থেকে রাস্তা তৈরি করে দেওয়ার কথা বলেন ৷ আগামী অর্থবর্ষের মধ্যেই গ্রামবাসীরা পাকা রাস্তা পাবেন বলে তিনি জানান ৷ আদিবাসী বাসিন্দাদের ধামসা মাদল-সহ অন্যান্য সংগীতের যন্ত্র উপহার দেন।

একদিকে বাঙালীদের মকর সংক্রান্তি, অন্যদিকে তখন চলে আদিবাসীদের বাঁধনা পরব। প্রায় তিন চার দিন ধরে এই উৎসবে মেতে ওঠে আদিবাসী মানুষজন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল এদিন সালডাঙ্গা গ্রামে গিয়েছিলেন বাঁধনা পরবে অংশগ্রহণ করতে ৷ কিন্তু গ্রামে গিয়েই বিধায়কের চক্ষু ছানাবড়া। গ্রামে ব্যবহার যোগ্য কোনও রাস্তা নেই। যে কাঁচা মাটির রাস্তা আছে সেটিও ভগ্ন প্রায় ৷ যেখানে সেখানে বড় বড় গর্ত ৷ শীতকালে খানিকটা চলাচলের যোগ্য থাকলেও বর্ষাকালে বৃষ্টি হলেই মৃত্যু ফাঁদে পরিণত হয় রাস্তাটি ৷ কোনও গাড়ি গেলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা ৷

এমনকী অ্যাম্বুলেন্স আসতে পারে না ৷ ফলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সে ক্ষেত্রে খাটিয়া করে রোগীকে নিয়ে আসতে হয় কয়েক কিলোমিটার ৷ তারপর অ্যাম্বুলেন্সে উঠতে পারেন রোগী ৷ গ্রাম থেকে অনেক দূরে এনে অ্যাম্বুল্যান্সে চাপাতে হয়। গ্রামবাসীদের থেকে এই অভিযোগ শোনার পরই বিধায়ক তহবিল থেকে রাস্তা তৈরির আশ্বাস দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

এদিন রাস্তার ছবি দেখিয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল রাজ্য সরকারকে কটাক্ষ করেন । এরপরই তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এগিয়ে বাংলা সেখানে এগিয়ে বাংলার এই দশা । অথচ সালডাঙার মতো 100 বছররে পুরনো গ্রামে কোনও পাকা রাস্তা নেই ৷" বিধায়কের আশ্বাস পেলেও গ্রামবাসীদের আশঙ্কা সেই কাজ করতে গেলেও লাগবে আসানসোল পৌরনিগমের নো অবজেকশন সার্টিফিকেট । রাজনীতির জটে আবার না সেই রাস্তা তৈরি আটকে যায়।
আরও পড়ুন:

  1. অর্থনৈতিক এমারজেন্সির দিকে এগোচ্ছে রাজ্য, কটাক্ষ অগ্নিমিত্রার
  2. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন অগ্নিমিত্রার, ধন্যবাদ জানিয়েও কটাক্ষ ব্রাত্যর
  3. জনসংযোগ যাত্রা শুরু অভিষেকের, খরচের জোগান নিয়ে প্রশ্ন বিরোধীদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.