ETV Bharat / state

কোরোনা রুখতে প্রস্তুত আসানসোল রেল ডিভিশন : DRM

author img

By

Published : Mar 13, 2020, 11:52 AM IST

Updated : Mar 13, 2020, 1:54 PM IST

Asansol rail division is ready to fight corona covid 19 virus, said drm sumit sarkar
কোরোনা রুখতে প্রস্তুত আসানসোল রেল ডিভিশন

আজ সকাল থেকেই আসানসোল রেল ডিভিশনে ব্যাপক আকারে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। প্রচুর পরিমাণে সাফাই কর্মীদের নামানো হয়েছে । পোস্টার, ভিশুয়াল ডিসপ্লের সাহায্যে চলছে কোরোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার ৷

আসানসোল, 13 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করল আসানসোল রেল ডিভিশন । আজ সকাল থেকেই ব্যাপক আকারে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। প্রচুর পরিমাণে সাফাইকর্মীদের নামানো হয়েছে । পোস্টার, ভিশুয়াল ডিসপ্লের সাহায্যে চলছে কোরোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার ৷

আজ সকালে আসানসোল স্টেশন পরিদর্শন করেন আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকার । তিনি সুরক্ষার সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন । যাত্রীদের সঙ্গে কথা বলেন । রেলকর্মীরা কতটা সক্রিয় রয়েছেন সে বিষয়েও তিনি নজরদারি চালান ৷

WHO-এর পক্ষ থেকে কোরোনা সংক্রমণকে প্যানডেমিক ঘোষণা করা হয়েছে । কেন্দ্রীয় রেলবোর্ড ও স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশানুসারে আসানসোল রেল ডিভিশন ইতিমধ্যেই কোরোনা সংক্রমণ রুখতে সক্রিয় ভাবে নেমেছে । আজ সকাল থেকেই একদিকে যেমন সাফাইয়ের কাজ শুরু হয়েছে পুরোদমে ৷ তেমনি স্টেশন জুড়ে প্রচুর পরিমাণে কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক পোস্টার দেওয়া হয়েছে । অডিয়ো ভিশুয়াল ডিসপ্লের মাধ্যমেও কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তাও দেওয়া হচ্ছে ।

কোরোনা রুখতে প্রস্তুত আসানসোল রেল ডিভিশন : DRM

আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকার জানিয়েছেন, "ইতিমধ্যেই আসানসোল রেল ডিভিশনের যে ডিভিশনাল হাসপাতাল রয়েছে সেখানে আইসোলেশন বিভাগ তৈরি করা হয়েছে । আরও 300 টি কেন্দ্রকে চিহ্নিত করে রাখা হয়েছে, যদি কোনও কারণে কোরোনা ভাইরাসে কেউ সংক্রামিত হয়, তবে সেক্ষেত্রে ওই কেন্দ্রগুলিতে চিকিৎসা চালানো সম্ভব হবে ৷ " তিনি বলেন, কোরোনা রুখতে আসানসোল ডিভিশন পুরোপুরিভাবে প্রস্তুত । কোনও আতঙ্কের কারণ নেই ৷

Last Updated :Mar 13, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.