ETV Bharat / state

CID on Coal Smuggling: বেআইনি পাচারে তৎপরতা, সিআইডি হেফাজতে 4 কয়লা মাফিয়া

author img

By

Published : Jul 20, 2022, 6:06 PM IST

জেলা পুলিশ চার কয়লা মাফিয়াকে গ্রেফতারের পর এবার ঘটনার তদন্তভার নিল সিআইডি(CID on Coal Smuggling)৷ আসানসোল আদালতে আবেদন করে ধৃতদের 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় সিআইডি ৷

asansol coal smuggling
সিআইডি হেফাজতে 4 কয়লা মাফিয়া

আসানসোল, 20 জুলাই: প্রথমে স্টিম কয়লার সন্ধান । তারপর উদ্ধার কয়েক কোটি টাকা । এই ঘটনায় জামুড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছিল চার কয়লা কারবারিকে । এবার সেই ঘটনার তদন্তভার নিল সিআইডি(4 coal mafia in CID custody at Asansol)। অভিযোগ, ওই চার কয়লা কারবারির সিন্ডিকেটে যোগ ছিল । যারা ইসিএলের ডিও (ডেলিভারি অর্ডার) নিয়ে বেআইনি কয়লার কারবার চালাত । তবে এই ঘটনায় আরও বহু লোক জড়িয়ে আছে বলে সিআইডির অনুমান । এমন কী এতে মদত থাকতে পারে ইসিএলের কর্তাদেরও । আর তাতেই সিআইডি ওমপ্রকাশ আগরওয়াল, যুধিষ্ঠির ঘোষ, অভিনব সিং ও বিজয় সিং নামে এই চার কয়লা কারবারিকে নিজেদের হেফাজতে নেয় । মঙ্গলবার আসানসোল আদালতে তোলার পর ধৃতদের 14 দিনের হেফাজতে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সিআইডি টিম ।

ঘটনার সূত্রপাত 1 জুলাই । ওই দিন রাতে জামুড়িয়া থানার পুলিশ হুড়মাডাঙায় অভিযান চালিয়ে 90 টন স্টিম কয়লা আটক করে ।অভিযানের সময় একটি বোলেরো গাড়ি থেকে পাঁচ লাখ 20 হাজার টাকা উদ্ধার হয় । এই ঘটনায় গ্রেফতার হয় মীর রাজা নামে এক ব্যক্তি । তাকে জিজ্ঞাসাবাদ করে একটি বেআইনি ডিপোর সন্ধান পায় পুলিশ ।

জানা যায়, ইসিএলের আইনি ডিও নিয়ে বেআইনি কয়লা বের করে ওই ডিপোতে মজুত করা হত । তারপর সুযোগ বুঝে কয়লা পুড়িয়ে স্টিম কয়লা বানিয়ে ফেলা হত । তদন্তে নেমে পুলিশ সন্ধান পায় জয়ন্ত মণ্ডল নামে এক ব্যক্তির । কিন্তু পুলিশ তার বাড়িতে পৌঁছানোর আগেই সে গা ঢাকা দেয় । তার বাড়িতে থাকা বিলাসবহুল একটি গাড়িতে আড়াই কোটি টাকা উদ্ধার করে পুলিশ । যদিও জয়ন্ত মণ্ডলের সঙ্গে ওই গাড়ির মালিকও গা ঢাকা দেওয়ায় পুলিশ তাদের খুঁজছে ।

আরও পড়ুন : ইসিএল কর্তাদের টাকা নেওয়ার ভাউচারে সাংকেতিক চিহ্ন! কোড ডিকোডি'এ মিলবে তথ্য, আশা সিবিআিইয়ের

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই বিপুল অঙ্কের টাকা কয়লা সিন্ডিকেটের । ইসিএলের ডেলিভারি অর্ডার নিয়ে প্রচুর কয়লা বের করা হত বিভিন্ন খনি থেকে । এছাড়াও বৈধ ডিপোর আড়ালে বেআইনি কয়লা মজুত করে প্রকাশ্যেই কয়লার কারবার চালাত এই সিন্ডিকেট । তদন্ত পুলিশ ওমপ্রকাশ আগরওয়াল, যুধিষ্ঠির ঘোষ, অভিনব সিং ও বিজয় সিং এই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

এরপরই এই ঘটনার তদন্তভার নেয় সিআইডি । মঙ্গলবার ধৃত চারজনকে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে সিআইডি । বিচারক সেই আবেদন মঞ্জুর করে ধৃতদের 14 দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠায় । এই 14 দিনের জিজ্ঞাসাবাদে অনেক নতুন তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে । সিন্ডিকেটের আরও বহু নামও এর সঙ্গে উঠে আসবে বলে বিশ্বাস সিআইডির । অন্যদিকে এই ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিল্পাঞ্চলে ।

আরও পড়ুন : সিবিআই অভিযানেও বন্ধ হয়নি কারবার, বেআইনি কয়লা বাজেয়াপ্ত করল কুলটি পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.