Coal Seize in Asansol : সিবিআই অভিযানেও বন্ধ হয়নি কারবার, বেআইনি কয়লা বাজেয়াপ্ত করল কুলটি পুলিশ

By

Published : May 14, 2022, 1:42 PM IST

thumbnail

বারবার সিবিআই অভিযানেও বন্ধ হয়নি বেআইনি কয়লাপাচারের অভিযান, বরং রমরমিয়ে চলছে ৷ দিনের শনিবার সকালে কুলটি থানার পুলিশ ইসিএলের দামাগোড়িয়া কয়লা খনির বড়িরা এলাকায় অভিযান চালায় । সেখান থেকে আনুমানিক 5 টন কয়লা বাজেয়াপ্ত করা হয় । পাশাপাশি 2 নম্বর জাতীয় সড়কে আরও একটি অভিযান চালিয়ে পুলিশ 3 টি অবৈধ কয়লা বোঝাই সাইকেল, 2 টি কয়লা বোঝাই মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে । তাতে সব মিলিয়ে আনুমানিক 3 টন কয়লা পাওয়া গিয়েছে । পুলিশের দাবি, মোট 8 টন কয়লা আটক করা হয়েছে (Kulti Police claims to seize illegal 8 tons coal in raid in Asansol)।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.